শুক্রবারই টোকিও ২০২০ প্যারালিম্পিকের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছিলেন ভাবিনা প্যাটেল। যা ভারতীয় প্যারালিম্পিকের ইতিহাস রেকর্ড। এই প্রথম কোনও টেবল টেনিস প্যারালিম্পিয়ান পদক নিশ্চিত করলেন। শনিবার ভাবিনা নেমেছিলেন সেমিফাইনালে। যেখানে কোয়ার্টার ফাইনাল শেষ করেছিলেন সেখান থেকেই এদিন সেমিফাইনাল শুরু করেন এবং শেষটা নতুন ইতিহাস তৈরি করেই হয়। ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করে ফেলেন এই ভারতীয় প্যারালিম্পিয়ান।মহিলা সিঙ্গলসের ক্লাস ফোর ইভেন্টে এদিন হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২-এ জিতে ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনা। ৩৪ মিনিটের লড়াই শেষে খেলার ফল ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮। এদিন কঠিন লড়াইয়ের মুখে পড়তে হলেও হাল ছাড়েননি তিনি। যার ফল পেলেন হাতেনাতে। বিশ্বের তিন নম্বর তারকাকে হারিয়ে রবিবার ফাইনালে এখন তাঁর সামনে শীর্ষে থাকা চিনা প্রতিপক্ষ ইং ঝাও।