ট্রেন চালানোয় হাতেক্ষরী হলেও রেল পুলিশের ওসি পদে এই প্রথম কোনও মহিলার কাঁধে দায়িত্ব উঠল। রেলপুলিশ মানে জিআরপি-তে প্রথম মহিলা ওসি হিসেবে যোগ দিলেন রুপসীনা পারভীন। তিনি দায়িত্ব পেলেন বনগাঁ রেল পুলিশের। এই প্রথম কোনও মহিলার হাতে উঠল এই দায়িত্ব। রেল পুলিশের আইজি বাসব দাশগুপ্ত বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলেই দায়িত্বশীল। তাঁদের আলাদা করে দেখার কোনও জায়গা নেই। দায়িত্ব যখন পেয়েছেন তখন নিশ্চই সেটা সামলাতে পারবেন। রুপসীনার মূলমন্ত্র অবশ্য ভালবাসা। তিনি কঠোর নয় ভালবাসা দিয়েই সব জয় করতে চান। এর আগে তিনি হাওড়, বারাসতে এসআই-এর পদে কাজ করেছেন।