নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে এক বল বাকি থাকতে কষ্টার্জিত জয় তুলে নিয়েছিল ভারত। তা বলে অস্বাভাবিক পিচ নিয়ে সমালোচনা বন্ধ করা যায়নি। যার জেড়ে চাকরী গেল পিচ কিউরেটরের। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যে এই পিচকে ‘শকার’ বলে ব্যাখ্যা করেন। যেখানে খেলতে গিয়ে দুই দলের প্লেয়াররাই বার বার চমকে গিয়েছেন। প্রথমে ব্যাট করে আট উইকেটে ৯৯ রানই তুলতে পেরেছিল কিউইরা। কিন্তু সেই ঘূর্ণি ট্র্যাকে ১০০ রানে পৌঁছতে কালঘাম ছুটে যায় ভারতের। পিচে এতটাই টার্ন ছিল যে দুই দেশের বাঘা বাঘা ব্যাটসম্যানরাও চাপে পড়ে গিয়েছিল। এই পিচ তৈরি করেছিলেন সঞ্জীব কুমার আগরওয়াল। পিচ নিয়ে সমালোচনার কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল দায়িত্ব থেকে।