বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুতমতা লোকাল। সাধারণত লোকাল ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা খুবই কম ঘটে। কিন্তু এদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মাজু হল্ট স্টেশনে ঢোকার আগে ঘটনা ঘটায় ট্রেনের গতি কম ছিল। যার ফলে বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজন জখম হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর দেখা গিয়েছে রেল লাইনে ফাটল রয়েছে। সেটা দুর্ঘটনার কারণে হয়েছে নাকি তার কারণেই এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।