লাইসেন্স বাতিল কসবা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তের

বুধবার পশ্চিমবঙ্গ বার কাউন্সিল মনোজিত মিশ্রের লাইসেন্স বাতিল করেছে, তিনি আপাতত আইনের অনুশীলন করতে পারবেন না। দক্ষিণ কলকাতা আইন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে মিশ্রের নাম উঠে আসার এবং পরবর্তীতে তার অতীতের অপকর্মের তথ্য প্রকাশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার সাত দিন পর বার কাউন্সিল এই পদক্ষেপ নেয়। ২ জুলাই বেঙ্গল বার কাউন্সিলের বৈঠকের পর, সিদ্ধান্ত নেওয়া হয় যে মিশ্রের নাম আইনজীবীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং সিদ্ধান্তটি কেন্দ্রীয় বার কাউন্সিলকে জানানো হবে। এই পদক্ষেপ কার্যকরভাবে মিশ্রকে রাজ্যের যেকোনো আদালতে কাজের ক্ষেত্রেইনিষেধাজ্ঞা থাকবে।