গত ২৩ মে বেআইনিভাবে ডোমিনিকায় ঢোকার জন্য গ্রেফতার করা হয়েছিল মেহুল চোকসিকে। সোমবার তার জামিন মঞ্জুর করল সে দেশের আদালত শারীরিক কারণ দেখিয়ে। যার ফলে তিনি এখন অ্যান্টিগা বা বারবুডায় ফিরতে পারবেন। এখানের নাগরিকত্ব রয়েছে তার। এখান থেকেই নিখোঁজ হয়েছিলেন তিনি। ভারত থেকে পালিয়ে এই দেশেই ঘাঁটি গাড়েন মেহুল চোকসি। ১৩,৫০০ কোটির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির মূল মাথা তিনিই। তাঁকে আপাতত চিকিৎসার জন্য অ্যান্টিগায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ডোমিনিকার জেলে তাঁকে মারধোর করা হয়েছে বলেও সেই সময় অভিযোগ করেছিলেন তার আইনজীবী। ভারত মেহুল চোকসিকে ফেরৎ চাইলেও তা এখনও কার্যকর হয়নি।