শুক্রবার থেকে বাড়ছে মেট্রো

মেট্রো চলাচল আগেই অনেকটা শিথিল করা হয়েছিল। এবার তাতে আরও বেশি ট্রেন যোগ করা হচ্ছে। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। বুধবার কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ অগস্ট থেকে চালানো হবে ৮টি অতিরিক্ত ট্রেন। সব মিলে চলবে ১১৪টি ট্রেন। অফিসের সময় কমানো হল ট্রেন চলাচলের ব্যবধানও। এতদিন যা ছিল সাত মিনিট তা কমিয়ে করা হল পাঁচ মি‌নিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেনের শুরু ও শেষের সময় অপরবিবর্তীতই থাকছে। সকাল ৭.৩০টা থেকে ১১.৩০টা আবার দুপুর ৩.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো। রবিবারই চালানো হচ্ছে ট্রেন। তবে টোকেন ব্যবহার শুরু হচ্ছে না। শেষ ট্রেন ছাড়বে রাত ৮টায় দমদম ও কবি সুভাষ থেকে। দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সন্ধে ৭.৪৫-এ।