ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ির। সেখানে শ্বশুর ও শ্যালিকাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জামাইকে। নাম মারিয়ানুস ওরাও। জানা যাচ্ছে পারিবারিক বিবাদের জেরেই এই খুন। সোমবার শচীন্দ্র চা বাগান এলাকায় তাঁদের বাড়িতেই শ্বশুর ও শ্যালিকার সঙ্গে বচসায় জড়ায় জামাই। তার পর সে বেরিয়ে যায়। সন্ধেয় বাড়ি ফিরে হঠাৎই শ্যালিকাকে ছুরি চালিয়ে দেয়। মেয়ের চিৎকার শুনে বাবা বাঁচাতে এলে তাঁকে ছুরি দিতে আঘাত করে সে। তাঁদের বাঁচাতে প্রতিবেশি একজন এলে তাঁকে আঘাত করা মারিয়ানুস। তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে শ্বশুর ও শ্যালিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গ্রেফতার করা হয়েছে জামাইকে।