তাঁকে নিয়ে কানাঘুষো চলছিলই। তাঁকে দলে নেওয়ার বিষয়ে সবুজ সঙ্গেতও দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুরনো দলে ফিরলেন তিনি। এদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। যা নিশ্চিত করে দিয়েছিল তাঁর ফেরার কথা। কিছুক্ষণের মধ্যেই তাতে শিলমোহর পড়ল। যা খবর মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়দের সঙ্গে নিয়ে সব্যসাচীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ছিলেন সুজিত বসু তাপস চট্টোপাধ্যায়ও। মমতার শপথের পর তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। বর্তমানে তিনি বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক। তাঁর দলত্যাগ নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।