বিনোদন দুনিয়ার বড় নাম ডিজনিতেও বিপুল পরিমাণে কর্মী ছাটাই করা হল। বুধবার সংস্থার তরফে জানানো হয় তারা সাত হাজার কর্মীকে ছাঁটাই করছে। সিইও বব ইগার গত বছর আবার তাঁর দায়িত্বে ফিরে এসেছিলেন এই সংস্থায়। তার পর থেকে এটিই তাঁর বড় সিদ্ধান্ত। কোভিড পরিস্থিতি থেকে শুরু করে মার্কিন মুলূকে বিশ্বের তাবড় তাবড় সংস্থা বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখিন হয়েছে। যার ফলে তাদের কাছে কর্মী ছাটাই করা ছাড়া আর কোনও রাস্তায় ছিল না। একটা সময় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কর্মী নিয়োগেরই ফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইগার এই বিপুল পরিমাণে কর্মী ছাটাইয়ের পর বলেন, ‘‘”আমি এই সিদ্ধান্তটি হালকাভাবে নিই না। বিশ্বব্যাপী আমাদের কর্মীদের প্রতিভা এবং তাঁদের কাজের প্রতি একনিষ্ঠতার জন্য আমি তাঁদের কুর্ণিশ জানাই।” ২০২১-এর তথ্য অনুযায়ী, এই সংস্থায় বিশ্বজুড়ে ১৯০,০০০ কর্মী নিযুক্ত ছিল যাঁদের মধ্যে ৮০ শতাংশই পূর্ণকালীন কর্মী।