চালকের আসনে স্বয়ং ফিরহাদ হাকিম। হ্যাঁ, এমনই দৃশ্য এদিন দেখা গেল কলকাতা শহরে। সিএনজি বাস চলাচল শুরু হল কলকাতা শহরে। পেট্রোপন্যের দাম যেভাবে বাড়ছে তাতে সরক পরিবহনের উপর প্রভাব পড়ছে। এদিন ডিজেলচালিত বাসকেই সিএনজিতে চালানোর রাস্তা খুলে দেওয়া হল। তারই উদ্বোধনে স্টিয়ারিংয়েই বসে পড়েন পরিবহনমন্ত্রী। পরিবহন ভবন থেকে সিএনজি বাসের উদ্বোধন হল এদিন। কসবার পরিবহন ভবন তেকে বেরিয়ে ফিরহাদ হাকিম রুবি মোর পর্যন্ত যান। সেখান থেকে বাস ঘুরিয়ে ফিরে আসেন পরিবহন ভবনে। আপাতত পরীক্ষামূলকভাবে শহরের রাস্তায় দু’মাস চলবে দু’টি সিএনজি বাস। বিভিন্ন শহরে অনেক আগে থেকেই সিএনজি বাস চলে।