আগেই রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সিলেবাসে কাটছাট করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে অনলাইনে, ১০০ শতাংশ পাশ। সব মিলে গোটা দেশের শিক্ষা ব্যবস্থার উপর প্রভূত প্রভাব ফেলেছে কোভিড। গত দেড় বছর ধরে স্কুলের মুখ দেখেনি ছাত্রছাত্রীরা। তার মধ্যেই প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন স্তরে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাসে কাটছাট করা হবে। ইতিমধ্যেই বোর্ডের কাছে সেই কাটছাট করা পাঠক্রম পাঠানো হয়েছে। বোর্ড সবুজ সঙ্কেত দিলেই সেই মতো স্কুলগুলিকে সিলেবাস পাঠিয়ে দেওয়া হবে।