সোমবার থেকে বাড়ছে মেট্রো

স্বাভাবিক হচ্ছে কলকাতা। তবে এখনই পুরোপুরি ছাড় নয়। এখনই স্বাভাবিক জীবনে পুরোটা ফেরা যাচ্ছে না। তার মধ্যেই সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ছে সময়ও। কিন্তু দরজা খুলছে না সাধারণ যাত্রীদের জন্য। যে বিশেষ বিশেষ পেশার জন্য মেট্রো চলছিল তাঁদের জন্যই চলবে। স্টাফ স্পেশাল এতদিন চলছি ৯০টি। সোমবার থেকে তা বেড়ে হবে ১০৪টি। মানে ৫২ জোড়া। সময় সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ৩.১৫ থেকে সন্ধে ৭.১৫ পর্যন্ত। মাঝে ১১টা থেকে ৩.১৫ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। দ্বিতীয় পর্বে ১৫ মিনিট করে সময় বাড়ানো হয়েছে।