এখনও তাঁর রেকর্ড অধরা। একদিনের ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। ২০১৪-র জুনে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু জাতীয় দলে মেলে না সুযোগ। সে কারণেই ঘোষণা করে খুলে রাখলেন দেশের জার্সি। সোমবার ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ও প্রথমশ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন তিনি। রাজ্য স্তরে তিনি খেলেছেন কর্নাটকের হয়ে। দেশের হয়ে ৬টি টেস্ট, ১৪টি ওডিআই ও ৩টি টি২০ খেলেছেন তিনি। এদিন তিনি বলেন, ‘‘আমি আপনাদের জানাতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণির ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলতে পেরে আমি গর্বিত।’’