রঞ্জি ট্রফি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই। দেশ জুড়ে কোভিডের বাড়বাড়ন্তে ইতিমধ্যে স্থগিত হয়েছে আই লিগ। এবার ক্রিকেটেও কোভিডের হানা। শুরুর আগেই বাংলায় প্লেয়ার, সাপোর্ট স্টাফ মিলে আক্রান্ত হয়েছিলেন ৭ জন। সব মিলে আক্রান্ত ১৯। ১৩ জানুয়ার থেকে শুরু হওয়ার কথা ছিল। এ ছাড়া সিকে নাইডু ট্রফি ও সিনিয়ন মহিলা টি২০ লিগও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রঞ্জি ট্রফি খেলতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছিল মুম্বই টিম। কিন্তু আপাতত টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় তাদের ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরও কোভিডের কারণে বাতিল হয়ে গিয়েছিল ঘরোয়া এই টুর্নামেন্ট।