টোকিও থেকে ফেরার পর থেকেই জ্বরে ভুগছিলেন। তার পর একাধিকবার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভই এসেছে তাঁর। সে কারণে অসুস্থ শরীর নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। ১৫ অগস্ট লালকেল্লার অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। কিন্তু তিনি যে পুরোপুরি সুস্থ নন তা আরও একবার প্রমান হল মঙ্গলবার। এদিন পানিপথে একটি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন টোকিও অলিম্পিকের সোনাজয়ী অ্যাথলিট। মঞ্চ থেকে নেমেও যান। জ্বর থাকায় তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁর পরিবার সূত্রে খবর এদিন দিল্লি থেকে গাড়িতে প্রায় ৭-৮ ঘণ্টা যাত্রা করে পানিপথ পৌঁছেছিলেন তিনি। তাতেই বেশি অসুস্থ হয়ে পড়েন।