হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী

দীর্ঘদিন ধরেই অসুস্থ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী। বিদেশে গিয়েও চিকিৎসা করিয়ে এসেছেন। শারীরিক কারণেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়েছেন। বৃহস্পতিবার আবার অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে জ্বর হয়েছে তাঁর। তবে অবস্থা স্থিতিশীল। সনিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। জানুয়ারিতেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।