বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয় হৃদরোগে আক্রান্ত হলেন। শনিবার তিনি তখন তাঁর নিজের বাড়ি গুলশনেই ছিলেন বলে খবর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত ডাক্তারদের একটি দল তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। প্রাথমিকভাবে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বয়স এখড় ৭৭। যে কারণে ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে তাঁর চিকিৎসায়। আরও বেশ কিছু সমস্যা থাকায় ডাক্তাররা তাঁকে বিদেশ নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন কিন্তু বেশ কিছু মামলায় তাঁর নাম জড়িয়ে থাকায় অনুমতি মেলা কঠিন।