১৬ টন পদ্মার ইলিশ এল এ দেশে, পেট্রাপোল সীমান্ত দিয়ে পুজোর প্রথম উপহার

রাজ্যে চলে এল বাংলাদেশের পুজো উপহার। পশ্চিমবঙ্গে দু’হাজার আশি মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর কথা সোমবার ঘোষণা করেছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। তার ৪৮ ঘণ্টার মাথায় পেট্রাপোল সীমান্ত দিয়ে এ রাজ্যে প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। বুধবার বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে এসেছে। মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা ওই ইলিশগুলির ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। তার দাম কেজি প্রতি অন্তত দেড় হাজার টাকা বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।