২০২৪ থেকে ২০২৭-এ মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ঘোষণা করল আইসিসি। ভারত ছাড়াও বড় ইভেন্ট পেল বাংলাদেশ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পরিস্থিতি এই মুহূর্তে যাই হোক না কেন ২০২৭-এ তা ঠিক হয়ে যাবে ধরে নিয়েই তাদের টি২০ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দিল আইসিসি। ভারতের ভাগ্যে জুটল ২০২৫-এ মহিলা ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে বাংলাদেশে হবে ২০২৪-এ মেয়েদের টি২০ বিশ্বকাপ। এই নিয়ে দ্বিতীয়বার তারা এই আয়োজন করতে চলেছে। ২০২৬ টি২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে ইংল্যান্ডে। ২০০৯-র পর এই আবার। এর আগে ভারতে মেয়েদের বিশ্বকাপ হয়েছিল ২০১৩-তে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, তার পর থেকেই মেয়েদের ক্রিকেটের ছবিটা বদলাতে শুরু করে।