ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গীপুরে জয়ের আবহের মধ্যেই বাকি ৪ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে কোনও চমক নেই। প্রত্যাশা মতই প্রার্থীর নাম ঘোষণা করলেন তিনি। ৩০ অক্টোবর এই ৪ কেন্দ্রে হবে উপনির্বাচন। যেখানে শান্তিপুর থেকে লড়বেন ব্রজকিশোর গোস্বামী। এই আসনের বিজেপি প্রার্থী বিধায়কপদ গ্রহন না করায় উপনির্বাচন হচ্ছে। দিনহাটায় দল ভরসা রাখল চেনা মুখ উদয়ন গুহর উপরই। নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন খুব কম ভোটে। তবেদলের পরামর্শেই বিধায়ক পদ ছাড়তে হয় নিশীথকে। খড়দহ আসনে অতিপরিচিত মুখ শোভনদেব চট্টোপাধ্যায়। এই কেন্দ্রের বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহা ভোটের ফলের আগেই কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হন। গোসাবা কেন্দ্র নিয়ে একটু ডামাডোল থাকলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হল সুব্রত মণ্ডলকে। এখান থেকে তৃণমূলের হয়ে লড়ে জিতেছিলেন জয়ন্ত নস্কর, তবে তাঁর মৃত্যু হয়।