মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গে গত সপ্তাহে ভারতীয় বংশোদ্ভূত মোটেল ম্যানেজারকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিনসন টাউনশিপের পিটসবার্গ মোটেলের ম্যানেজার ৫১ বছর বয়সী রাকেশ এহাগাবানকে এক ব্যক্তি সরাসরি মাথায় গুলি করে। সেই সময় একটি গন্ডগোলের ঘটনা ঘটায় সেখানে গিয়েছিলেন মৃত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ৩৭ বছরের স্ট্যানলি ইউজিন ওয়েস্ট, মোটেলের বাইরে একটি ঝামেলায় জরিয়ে পড়েন, তা থামাতে গিয়েই এহাগাবানকে খুন হতে হল।
পুলিশ জানিয়েছে, মোটেলের সিসি ক্যামেরায় এই পুরো ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে, মোটেল ম্যানেজার হট্টগোল শুনে বাইরে যান। তিনি বন্দুকধারী একজনকে জিজ্ঞাসা করেন, “তুমি ঠিক আছো?” সঙ্গে সঙ্গেই সে গুলি চালিয়ে দেয়।