রবিবার এক কথায় টি২০ বিশ্বকাপের সেরি দিন বলা যেতে পারে। এক তো নির্ধারিত হয়ে গেল চার সেমিফাইনালিস্ট। অন্যদিকে দেখা গেল অঘটনও। নেদারল্যান্ডসের কাছে হেরে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। তাঁর ফলে বাংলাদেশকে হারিয়ে গ্ৰুপ ২-এর দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করে নিল পাকিস্তান। নিউজিল্যান্ড আগেই পৌঁছে গিয়েছিল শেষ চারে। শনিবার পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। রবিবার ছিল গ্ৰুপ ২-এর ভাগ্য পরীক্ষা। ভারত জিম্বাবোয়েকে হারিয়ে গ্ৰুপ শীর্ষে শেষ করল। সেমিফাইনালে ৯ নভেম্বর সিডনিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ১০ নভেম্বর অ্যাডিলেডে খেলবে ভারত ও ইংল্যান্ড। তাঁর ফলে ফাইনালে আরো একবার ভখরত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা থেকেই যাচ্ছে।