বিজ্ঞাপন

সংযোগহীন বিক্রমের খোঁজ মিলল চাঁদে, ইসরো চালাচ্ছে যোগাযোগের চেষ্টা

সংযোগহীন বিক্রমের খোঁজ মিলল চাঁদে, সন্ধান দিল অরবিটার। রবিবার দুপুর ১টা ৫০ নাগাদ টুইট করে এই খবর দিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবম।
বিজ্ঞাপন

সংযোগহীন বিক্রমের খোঁজ মিলল চাঁদে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: সংযোগহীন বিক্রমের খোঁজ মিলল চাঁদে, সন্ধান দিল অরবিটার। রবিবার দুপুর ১টা ৫০ নাগাদ টুইট করে এই খবর দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিবম।

শিবম টুইটারে লিখেছেন, ‘‘আমরা চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের লোকেশন খুঁজে পেয়েছি। অরবিটার ওই ল্যান্ডারের থার্মাল ছবি তুলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও যোগাযোগ তৈরি সম্ভব হয়নি। আমরা সংযোগের চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি সংযোগ স্থাপন হবে।’’

 

শুক্রবার মধ্যরাতে চাঁদের মাটিতে পালকের মতো নেমে পড়ার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। তার পর তার পেট থেকে বেরিয়ে আসার কথা ছিল রোভার প্রজ্ঞানের। কিন্তু চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার উপর থেকেই বিক্রমের সঙ্গে সমস্ত সংযোগ আচমকাই স্তব্ধ হয়ে যায়। তার পর থেকে আর কোনও রকম যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

তবে, আশা ছাড়েনি ইসরো। ভরসা রেখেছিলেন ইসরোর বিজ্ঞানীরা। গত ২৪ ঘণ্টায় সারা ক্ষণ মনিটরে চোখ রেখে বসেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। সম্ভাবনা ছিল বার্তা পাঠাতে পারে অরবিটার। রবিবার সেই অরবিটারই খুঁজে বার করল বিক্রমকে। ইসরো জানিয়েছে, চাঁদের বুকে অক্ষত অবস্থাতেই আছে বিক্রম। তার সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

শিবম টুইটারে লিখেছেন, ‘‘আমরা চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের লোকেশন খুঁজে পেয়েছি। অরবিটার ওই ল্যান্ডারের থার্মাল ছবি তুলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও যোগাযোগ তৈরি সম্ভব হয়নি। আমরা সংযোগের চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি সংযোগ স্থাপন হবে।’’

লক্ষ্যের কাছে পৌঁছেও বিক্রম কেন লক্ষ্যচ্যুত হলো তার সম্ভাব্য কিছু কারণ জানিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। সেখানে গতি নিয়ন্ত্রণে বিপর্যয় একটা বড় কারণ বলে মনে করা হয়েছিল। টাচ ডাউনের আগে গতি বেড়ে গিয়ে মোক্ষম ধাক্কার ফলে বিক্রম ছিটকে যেতে পারে এমনটাই জানিয়েছিলেন বিজ্ঞানীরা।

ইসরো জানিয়েছে, অরবিটার থেকে আলাদা হওয়ার পরে একটু একটু করে চাঁদের দিকে এগিয়ে গেছে বিক্রম। চন্দ্রপৃষ্ঠ থেকে শেষ ১০০ কিলোমিটারের দূরত্ব পেরিয়ে অবতরণের জন্য মোট চারটি পর্যায় ছিল, রাফ ব্রেকিং, ফাইন ব্রেকিং, হোভারিং ও প্যারাবোলিক ডিসেন্ট। রাফ ব্রেকিং উতরে গিয়েছিল বিক্রম। সম্ভবত সমস্যা হয় ফাইন ব্রেকিং-এর সময়। এমনটাই আশঙ্কা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on September 8, 2019 2:48 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন