বিজ্ঞাপন

এই জয় বাবাকেই উৎসর্গ করব, বাবার বিরুদ্ধে জিতে বললেন রাজদীপ নন্দী

জিতে কেঁদে ফেলেছিলেন রাজদীপ নন্দী। কলকাতা লিগ খেলা এরিয়ান্স ক্লাবের টিডি তিনি। ময়দানের প্রতিটি ঘাস যাঁকে চেনে সেই রঘু নন্দীর ছেলে রাজদীপ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জিতে কেঁদে ফেলেছিলেন রাজদীপ নন্দী । কলকাতা লিগ খেলা এরিয়ান্স ক্লাবের টিডি তিনি। ময়দানের প্রতিটি ঘাস যাঁকে চেনে সেই রঘু নন্দীর ছেলে রাজদীপ। এরিয়ান্স দল চিরকালই ছিল রঘু নন্দীর হাতে। কিন্তু এ বার তিনি মহমেডানের দায়িত্ব নিয়েছেন কলকাতা লিগের আগে। তাই এরিয়ান্সের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ছেলে রাজদীপের জন্য়। আর সেই ছেলেই যে বাবাকে এ ভাবে ফুটবল মাঠে মাত দেবেন তা কে বুঝেছিল। খেলা শেষে জাস্ট দুনিয়ার সঙ্গে কথা বললেন জয়ী কোচ, জয়ী ছেলে রাজদীপ নন্দী

জাদু: এই জয় কাকে উৎসর্গ করবেন?

রাজদীপ: আমার আইডল বাবা। বাবার কাছেই আমার সব শেখা। তাই এই জয় বাবার জন্যই।

জাদু: কিন্তু বাবা তো এ ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ?

রাজদীপ: জানি, তাই তো মাঠে এক ইঞ্চিও জমি ছাড়িনি মহমেডানকে। আগের দিনই বলেছিলাম ২-০ গোলে জিতব। সেটা ১-০ হয়েছে।

জাদু: এটা কতটা চাপ ছিল আপনার জন্য?

রাজদীপ: চাপ তো ছিলই। সবাই বলছিল বন্ধুত্বপূর্ণ ম্যাচ হবে। এটা চাপ সৃষ্টি করে। মাঠে নামলে আমরা প্রতিপক্ষ। সেটা জিতে বোঝাতে পেড়েছি।

প্রশ্ন উঠছে ভারতীয় দলের ছবিতে কেন অনুষ্কা? 

জাদু: উল্টোটাও তো হতে পারে এখন, যে বাবা ছেলেকে ম্যাচ ছেড়ে দিল?

রাজদীপ: হলে খুব দূর্ভাগ্যজনক। আমরা হারলে হতে পারত আমি ম্যাচ ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা লড়াই করে জিতেছি সেটা সবাই দেখেছে।

জাদু: এতো গেল খেলার কথা। কিন্তু আজ মা (রত্না নন্দী, প্রাক্তন ফুটবলার) কার সমর্থক?

রাজদীপ: মা—র আজকে বড় বিপদের দিন। ৫০-৫০ অবস্থা। শেষ পর্যন্ত কাকে সমর্থন করেছে জানি না।

জাদু: মা কী বলেছিল বেরনোর আগে?

রাজদীপ: মা-বাবা একটা কথা দু’জনেই সব সময় বলেন, যে দলের হয়ে মাঠে নামছ সেই জার্সিটা তোমার মা। যতক্ষণ খেলা ততক্ষণ আর কেউ তোমার নয়। আমিও এটা বিশ্বাস করি।

জাদু: বাড়ি থেকে বাবা আর আপনি একসঙ্গে বেড়িয়েছিলেন?

রাজদীপ: না, আলাদা আলাদা বেরিয়েছিলাম। যে ভাবে প্রতিদিন বাবা-মাকে বলে যাই সে ভাবেই বলে বেরিয়েছিলাম।

জাদু: এই ম্যাচ খেলতে নামার আগে লক্ষ্যটা কী ছিল?

রাজদীপ: লক্ষ্য ছিল বড় দলকে হারানো। আমি বার বার বড় দলের কাছে আটকে গিয়েছি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানকে আগে হারাতে পারিনি। এ বার সেই লক্ষ্যেই নেমেছিলাম।

+5
0

This post was last modified on August 9, 2018 12:27 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন