বিজ্ঞাপন

বজরং পুনিয়া বিপদে, তাঁর উপর হামলার চক্রান্ত হয়েছিল

বজরং পুনিয়া বিপদে? ভারতীয় কুস্তির আকাশে হঠাৎই ষড়যন্ত্রের মেঘ!‌ বিশ্বচ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়ালে বজরং পুনিয়ার ওপর হামলার চক্রান্ত হয়েছিল?‌
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: বজরং পুনিয়া বিপদে? ভারতীয় কুস্তির আকাশে হঠাৎই ষড়যন্ত্রের মেঘ!‌ বিশ্বচ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়ালে বজরং পুনিয়ার ওপর হামলার চক্রান্ত হয়েছিল?‌ চোটের কবলে ফেলে অলিম্পিকের আগে বজরংয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করার পরিকল্পনা হয়েছিল?‌ ভারতীয় কুস্তির অন্দরমহলে হঠাৎই নানা প্রশ্নের ঝড়।

কিন্তু এই প্রশ্নগুলো উঠল কেন?‌

কাজাখস্তানে আগামী ১৪–২২ সেপ্টেম্বর হবে কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপ। দল নির্বাচনের জন্য ট্রায়ালের আয়োজন করেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন (‌ডব্লুএফআই)‌। শুক্রবারই সেই ট্রায়ালে ৬৫ কেজি বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হরফাল সিংকে ৭–০ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন বজরং। তবে লড়াই সম্পূর্ণ হওয়ার আগেই সরে দাঁড়ান হরফাল। কারণ তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন।

যদিও এই লড়াইয়ের আগে অনেক ঘটনাই ঘটেছে। যা নিয়েই কুস্তি মহল সরগরম। কী ঘটেছিল?‌ কুস্তি ফেডারেশন সূত্রেই জানা গিয়েছে, ৬৫ কেজি বিভাগে বজরংয়ের সঙ্গে লড়ার কথা ছিল পাঁচ কুস্তিগীরের। কিন্তু লড়াই হয়েছে শুধুমাত্র হরফালের সঙ্গেই। বজরংয়ের ওপর হামলা হতে পারে, গোপন সূত্রে খবর পেয়ে তাঁর কোচেরাই তা জানান ফেডারেশনকে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় ফেডারেশন।

হরিয়ানার এক কুস্তিগীরকে লড়াইয়ে নামতেই দেওয়া হয়নি। তিনি এর আগে কোনওদিনই ৬৫ কেজি বিভাগে লড়াইয়ে নামেননি। তাঁকে দেখা যায়নি জাতীয় শিবিরেও। ২০১৮–য় সিনিয়র ন্যাশনালেও তিনি কোনও পদক পাননি। তাহলে ট্রায়ালে তাঁর নাম কীভাবে এল বজরংয়ের মতো তারকার সঙ্গে লড়াইয়ের জন্য, সেটাও বড় প্রশ্ন।

আপনাকে তো লড়তে হল মাত্র একজনের সঙ্গে। বাকিরা কোথায় গেলেন?‌ জবাবে বজরং বলেছেন, ‘‌আমি তো সবার সঙ্গেই লড়তে চেয়েছিলাম। কেন সেটা হল না, ফেডারেশনকেই জিজ্ঞেস করুন।’‌

যে কুস্তিগীরকে বজরংয়ের বিরুদ্ধে লড়তে দেওয়া হয়নি, তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে জানান, ফেডারেশনই তাঁর টোকিও অলিম্পিকে যাওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে। সেই কুস্তিগীরের কথায়, ‘‌সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কেন আমি বজরংকে আঘাত করতে যাব?‌ হরফাল তো চোট পেয়েছে। তাহলে কি এটা বজরংয়ের ইচ্ছাকৃত কাজ?’

তিনি আরও বলেন, ‘আমাকে বলা হল ৫৭ কেজি, ৬১ কেজি, ৭০ কেজিতে লড়তে। কেন?‌ আমার ওজন ৬৫ কেজি। তাহলে কীভাবে ৫৭ কেজিতে লড়ব?‌ হ্যাঁ, ৬১ ও ৭০ কেজিতে লড়তে পারি। কিন্তু এই দুটো বিভাগ অলিম্পিকে নেই।‌ আমি এই ট্রায়ালের জন্য প্রচণ্ড পরিশ্রম করেছিলাম বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য। সেই সুযোগ নষ্ট হল। পুরো অভিযোগটাই ভিত্তিহীন।’‌ ‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

0
0

This post was last modified on July 28, 2019 12:53 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন