বিজ্ঞাপন

চাহার ব্রাদার্স একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করতে চলেছেন

চাহার ব্রাদার্স এ বার ভারতীয় দলে। কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালদের সরিয়ে প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন কিনা সময়ই বলবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক:  চাহার ব্রাদার্স এ বার ভারতীয় দলে। কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালদের সরিয়ে প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন কিনা সময়ই বলবে। তবে ভারতীয় সিনিয়র দলে সুযোগ পাওয়ায় যে স্বপ্ন সার্থক হয়েছে, স্বীকার করে নিয়েছেন রাহুল চাহার। শুধু তাই নয়, একসময় স্বপ্ন দেখতেন তুতো ভাই দীপক চাহারের সঙ্গে একসঙ্গে জাতীয় দলে খেলবেন। সে স্বপ্নও পূরণ হতে চলেছে রাহুল চাহারের।

এইবছর আইপিএলে দারুণ নজর কেড়েছিলেন ১৯ বছর বয়সী এই তরুণ লেগস্পিনার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ম্যাচে তুলে নিয়েছিলেন ১৩ উইকেট। আইপিএলে ভাল পারফরমেন্সের সুবাদে শ্রীলঙ্কা ‘‌এ’‌ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টে সুযোগ পান ভারতীয় ‘‌এ’‌ দলে। দুটি টেস্টে তুলে নেন ১৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে করেন ৮৪। ক্যারিবিয়ান সফরেও ওয়েস্ট ইন্ডিজ ‘‌এ’‌ দলের বিরুদ্ধে সাফল্য। আইপিএল ও পরপর দুটি সফরে দুরন্ত পারফরমেন্সের জন্যই নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি–২০ ম্যাচের জন্য রাহুল চাহারকে সিনিয়র দলে সুযোগ দিয়েছেন।

ভারতীয় ‘‌এ’‌ দলের হয়ে ক্যারিবিয়ান সফরে থাকার সময়ই সিনিয়র দলে সুযোগ পাওয়ার খবর শুনেছিলেন রাহুল চাহার। তাঁর কথায়, ‘‌তখন ভোর চারটে। আমি ঘুমাচ্ছিলাম। আমার ফোন অনবরত বেজেই চলছিল। ঘুম ভেঙে গেলে দেখি অভিনন্দন বার্তায় ইনবক্স ভর্তি। অবশেষে আমার স্বপ্ন সত্যি হল।’‌

তবে সিনিয়র দলে সুযোগ পাওয়ার বিষয়ে কখনও ভাবেননি রাহুল চাহার। তিনি বলেন, ‘‌জাতীয় দলে সুযোগ পাওয়াটা আমার হাতে ছিল না। ওটা নিয়ে ভাবিওনি। আমি সবসময় বর্তমান নিয়ে থাকতে ভালবাসি। ওয়েস্ট ইন্ডিজ ‘‌এ’‌ দলের বিরুদ্ধে ম্যাচেই মনঃসংযোগ করছিলাম। আমি পারফরমেন্স করেছি। নির্বাচকদের আমার পারফরমেন্স ভাল লেগেছে। তাই জাতীয় দলে সুযোগ দিয়েছেন। জাতীয় দলের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা করব। যখন বল হাতে নিই, রেজাল্টের কথা ভাবি না।’‌

জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য রোহিত শর্মা ও জাহির খানকে কৃতজ্ঞতা জানিয়েছেন রাহুল চাহার। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে দুজনের কাছ থেকেই দারুণ সাহায্য পেয়েছেন বলে তিনি জানান।

টি–২০ দলে তাঁর তুতো ভাই দীপক চাহারও রয়েছেন। দুই ভাই একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলবেন, এটা ভেবেই ঘোরের মধ্যে রয়েছেন রাহুল। তিনি বলেন, ‘যখন ছোট ছিলাম, তাউজি (‌কাকা)‌ বলতেন তিনি দেখতে চান আমরা দুই ভাই একসঙ্গে জাতীয় দলে প্রথম একাদশে খেলছি। আশা করছি তাউজির সেই স্বপ্ন পূরণ হবে। আমাদের সব সাফল্য তাঁকে উৎসর্গ করতে চাই।’

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

0
0

This post was last modified on July 30, 2019 12:52 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন