বিজ্ঞাপন

সুনীলের পর বিরাট, ভারতীয় ফুটবল দলকে সমর্থনের আর্জি

বিজ্ঞাপন

সুনীল ছেত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: সুনীলের পর বিরাট, আবেদন মাঠে যাওয়ার। সোমবার রাতে মুম্বই স্পোর্টস এরিনায় জীবনের একশোতম আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৫ গোলে হারানোর ম্যাচেও গ্যালারি ছিল প্রায় ফাঁকাই। কেনিয়া-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে ছিল না কাকপক্ষীও। তার মধ্যে প্রবল বৃষ্টি।

কিন্তু সুনীল ছেত্রীর ১০০ ম্যাচে যে গ্যালারি ভরবে তেমনটাই আশা করছেন আয়োজকরা। তার মধ্যে শনিবার বিকেলে সুনীল ছেত্রী যে আন্তিরকতার সঙ্গে সবাইকে আবেদন জানিয়েছেন সেটারও প্রভাব নিশ্চয়ই পড়বে মুম্বইয়ের সমর্থকদের উপর।


সুনীলের সঙ্গে গলা মিলিয়েছেন আরও এক ভারত অধিনায়কও। তিনি বিরাট কোহালি। সুনীলের ১০০তম ম্যাচে গ্যালারি ভরানোর আবেদন জানিয়েছেন বিরাট। বিরাটের সঙ্গে সুনীলের বন্ধুত্ব বেশ ভালই। বিভিন্ন খেলার অনুষ্ঠানে দু’জনকে দেখাও গিয়েছে এক মঞ্চে।

সুনীল তাঁর ফেসবুক ভিডিও থেকে বলেছেন, ‘‘এটা একটা ছোট্ট অনুরোধ, সবাই একটু সময় বের করে মাঠে আসুন। আমাদের জন্য গলা ফাটান। আমাদের গালাগাল দিন, সমালোচনা করুণ কিন্তু মাঠে আসুন। কারণ ভারতীয় জাতীয় দল খেলছে।’’


সুনীলের ভিডিওর সমর্থনে বিরাটও ভিডিও পোস্টে একই আবেদন জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘‘ভারতীয় ফুটবল দলকে সমর্থন করতে মাঠে যান। তা হলেই দেশে খেলাধুলোর চর্চা বাড়বে। আমার বন্ধু আর ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর ভিডিওটি দেখুন আর সমর্থন করুন।’’

রিয়েলের হ্যাটট্রিক, ভিলেন লিভারপুল গোলকিপার

শুধু বিরাট কোহলি ভারতীয় ফুটবল দলের হয়ে আর্জি জানিয়েছেন এমনটা নয়। এই তালিকায় ঢুকে পড়েছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। তিনিও ভিডিও টুইট করে লেখেন, ‘‘কাম অন ইন্ডিয়া, ভারতীয় ফুটবল দলকে সমর্থন করতে স্টেডিয়াম ভরিয়ে দিন যখন যেখানে হবে।’’


0
0

This post was last modified on June 4, 2018 1:35 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন