বিজ্ঞাপন

প্রয়াত ডিন জোনস, মুম্বইয়ের হোটেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি

প্রয়াত ডিন জোনস (Dean Jones Dead), মুম্বইয়ে ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডিন জোনস আইপিএল-এর ধারাভাষ্য দিতে মুম্বইতেই ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক:  প্রয়াত ডিন জোনস, মুম্বইয়ে ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডিন জোনস আইপিএল-এর ধারাভাষ্য দিতে মুম্বইতেই ছিলেন। স্টার স্পোর্টসের ধারাভাষ্য দলের সদস্য ছিলেন তিনি। মুম্বইয়ের এক সাত তারা হোটেলের বায়ো-সিকিওর বাবাল জোনেই রাখা হয়েছিল ধারাভাষ্যকরদের। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৯। বৃহস্পতিবার মুম্বইয়ের হোটেলের লবিতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সকালেই সতীর্থ ধারাভাষ্যকর ব্রেট লি ও নিখিল চোপড়ার সঙ্গে ব্রেকফাস্ট সারেন। হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝতে পেরে তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন ব্রেট লি বলে জানা যাচ্ছে। কিন্তু সফল হননি।

স্টার স্পোর্টসের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এক বার্তায় জানানো হয়েছে, ‘‘দুঃখের সঙ্গে আমরা ডিন মার্ভিন জোনসের মৃত্যুর খবর জা‌নাচ্ছি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে রয়েছি। আমরা অস্ট্রেলিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা করছি।’’

জোনসের মৃত্যুর খবরে অবাক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এখন রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। যেখানে চলছে আইপিএল। সেই আইপিএল-এর ধারাভাষ্যের জন্যই ভারতে ছিলেন জোনস। সৌরভ লেখেন, ‘‘আমার বিশ্বাস হচ্ছে না আমি যেটা শুনলাম। ডিন জোনস রিপ। পরিবারের প্রতি আমার সমবেদনা।’’

মেলবোর্নে জন্ম এই ক্রিকেটারের। দেশের হয়ে খেলেছেন ৫২টি টেস্ট, করেছেন ৩৮৩১ রান, গড় ৪৬.৫৫। সর্বোচ্চ রান ২১৬। এর মধ্যে রয়েছে ১১টি সেঞ্চুরি। অ্যালান বর্ডারের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এ ছাড়া তিনি ১৬৪টি একদিনের ম্যাচও খেলেছেন। যেখানে তাঁর রান ৬০৬৮। তার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি।

ডিন জোনসের মৃত্যুর খবরে স্তম্ভিত ক্রিকেট দুনিয়া। বীরেন্দ্র সেহবাগ লিখেছেন, ‘‘ডিন জোনেসর মৃত্যুর খবর এখনও বিশ্বাস হচ্ছে না। আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকর। আমার অনেক খেলার ধারাভাষ্য দিয়েছেন তিনি। অনেক স্মৃতি রয়েছে। মিস করব।’’

বিরাট কোহলি লিখেছেন, ‘‘ডিন জোনসের মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। তাঁর পরিবার ও বন্ধুদের শক্তি দিক সেই প্রার্থণা করি।’’ রবি শাস্ত্রী লিখেছেন, ‘‘ডিন জোনসের মতো একজন সতীর্থ, বন্ধুকে হারিয়ে আমি শোকাহত। খুব অল্প বয়সে চলে গেল। তার আত্মার শান্তি কামনা করি।’’

ইরফান পঠান লিখেছেন, ‘‘সতীর্থ ধারাভাষ্যকরের হঠাৎ মৃত্যুতে আমি শোকাহত। সকালেও তিনি ভাল ছিলেন। দু’দিন আগেই ওর ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল। সব ঠিক ছিল। আমার বিশ্বাস হচ্ছে না।’’ সচিন তেন্ডুলকর লেখেন, ‘‘হৃদয়বিদারক খবর, ডিন জোনসের মৃত্যু। এক অসাধারণ ভাল হৃদয় দ্রুত চলে গেল। তার বিরুদ্ধে খেলার সুযোগ হয়েছিল আমার প্রথম অস্ট্রেলিয়া সফরে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’

স্টিভ স্মিথ লেখেন, ‘‘মুম্বইয়ে ডিন জোনস মারা গিয়েছেন এই খবর শুনে আমি অবাক। অস্ট্রেলিয়ার তিনি একজন অসাধারণ প্লেয়ার ছিলেন। তাঁকে মিস করবে। রিপ ডিনো।’’ মহম্মদ কাইফ লেখেন, ‘‘ডিনো আর নেই শুনে স্তম্ভিত। তাঁর অসাধারণ ব্যাটিং আর অনবদ্য বিশ্লেষণ সব সময় উপভোগ করতাম। টিভিতে তাঁকে দেখা ও ক্রিকেট নিয়ে কথা বলা মিস করব।’’

শিখর ধাওয়ান লেখেন, ‘‘দুঃখজনক সংবাদ। প্রফেসার, তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। ’’

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on September 24, 2020 9:01 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন