বিজ্ঞাপন

Cristiano Ronaldo আবার বিতর্কে, সোশ্যাল মিডিয়ায় বার্তা

চেলসি ম্যাচে দলে রাখা হয়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। তাতে তিনি বেজায় চটেছেন। কিন্তু কেন তাঁকে রাখা হয়নি দলে?
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: চেলসি ম্যাচে দলে রাখা হয়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। তাতে তিনি বেজায় চটেছেন। কিন্তু কেন তাঁকে রাখা হয়নি দলে? কারণ, টটেনহ্যাম-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগেই রোনাল্ডো মাঠ ছেড়ে উঠে যান। যা মোটেও ভাল ভাবে নেননি কোচ এরিক টেন হগ। আর সে কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে রোনাল্ডোকে। টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে দলে থাকলেও প্রথম এগারোয় তাঁকে রাখা হয়নি। রিজার্ভ বেঞ্চেই বসেছিলেন। সেটা কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না। সেই রাগেই ম্যাচ শেষ হওয়ার আগে রিজার্ভ বেঞ্চ ছেড়ে উঠে যান তিনি।

ম্যাচ শেষেই দলের কোচ তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছিলেন তিনি রোনাল্ডোর এমন ব্যবহার কোনওভাবেই মেনে নিচ্ছেন না। তিনি জানিয়েছিলেন, এই বিষয়টি নিয়ে তিনি পড়ে ভাববেন। এবং যে ১১ জন টটেনহ্যামের বিরুদ্ধে দলকে জিতিয়েছেন তাঁরা যে দলের কাছে গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে চেয়েছিলেন। তাতেই বোঝা যায় রোনাল্ডোর ব্যবহারে বিরক্ত তিনি।

এর সেই রাতেই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, ‘‘আমি আমার পুরো কেরিয়ারে যেটা করেছি, আমি চেষ্টা করেছি আমার সতীর্থ, বিজ্ঞাপনদাতা ও কোচদের প্রতি সম্মান রেখেই খেলতে ও বাঁচতে। যা বদলায়নি।  আমি সেই একই মানুষ রয়েছি এবং একই পেশাদার রয়েছি যা আমি গত ২০ বছর ধরে সর্বোচ্চ ফুটবল খেলার সময় ছিলাম। এবং সম্মান সব সময়ই আমার যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে।’’

তিনি আরও লেখেন, ‘‘আমি খুব কম বয়সে শুরু করেছিলাম, বড় এবং অভিজ্ঞ প্লেয়ারদের উদাহরণ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার পর আমিসব সময় একটা উদাহরণ রাখার চেষ্টা করেছি নিজেকে নতুনদের জন্য যাঁরা সেই সব দলে রয়েছে যেখানে আমি খেলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা সবসময় সম্ভব নয় এবং কখনও এমন একটা পরিস্থিতি আমাদের ভিতর থেকে সেরাটা বের করে আনতে পারে। এই মুহূর্তে আমি চেষ্টা চালিয়ে যাব, আমার সতীর্থদের সমর্থন করব এবং যে ম্যাচে সুযোগ পাব সেখানে সর্বস্ব দেওয়ার জন্য তৈরি থাকব। চাপে ফেলা কোনও বিকল্প হতে পারে না। এটা ম্যানচেস্টার ইউনাইটেড, এবং আমরা একসঙ্গেই দাঁড়াব, দ্রুত আমরা আবার একসঙ্গে হব।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
0
0

This post was last modified on October 21, 2022 3:46 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন