বিজ্ঞাপন

CWG 2022 5th Day Result: একাধিক পদক এল ভারতের ঘরে

সব মিলে ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখি। দেখে নেওয়া যায় গেমসের পঞ্চম দিন ভারতের খেলার ফল কেমন হল (CWG 2022 5th Day Result)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: কমনওয়েলথের শুরু থেকেই সাফল্যের রাস্তায় হাঁটা শুরু করেছিল ভারত। এক এক করে সব ইভেন্টেই পদক আসতে শুরু করেছে। গোটা দেশকে চমকে দিয়ে লন বলের মতো ইভেন্টেও সোনা জিতে নিয়েছে ভারতীয় দল। সব মিলে ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখি। দেখে নেওয়া যায় গেমসের পঞ্চম দিন ভারতের খেলার ফল কেমন হল (CWG 2022 5th Day Result)।

সোমবার রাতটা শেষ হয়েছিল সেই ভারোত্তলনে পদক দিয়েই। এখনও পর্যন্ত ভারতীয়দের খেলায় সব থেকে সফল ভারোত্তলন। এদিনও তার ব্যাতিক্রম হল না। এদিন সকালটা শুরু হল ভারোত্তলনে হরজিন্দর কাউরের নাটকীয়ভাবে পদক পাওয়া দিয়ে। ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নেন তিনি। তিনি নিজেই এই পদক প্রাপ্তিকে দৈব শক্তি বলে ব্যাখ্যা করছেন। তবে নিজের পারফর্মেন্স নিয়ে খুশি নন হরজিন্দর। আরও ভাল করতে পারতেন বলে মনে করেন তিনি। পঞ্জাব সরকার ইতিমধ্যেই তাঁর জন্য ৪০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

এদিন শুরুতেই দেশকে পদক এনে দেন জুডোতে সুশীলা দেবী। তিনি রুপো পান। অনেক খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন সুশীলা। ২০১৪ কমনওয়েলথে রুপো জেতার পর সময়টা ভাল যায়নি একদমই। ২০১৮-র গেমসে খালি হাতেই ফিরতে হয়েছিল। এর পর এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে না পারা একদমই হতাশায় ডুবিয়ে দিয়েছিল তাঁকে। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে আবার পদক জিতেই ফিরলেন তিনি। প্রথম ভারতীয় জুডোকা হিসেবে পদক জিতে নিলেন তিনি।

কমনওয়েলথে প্রথমবার লন বোলে পদক জিতল ভারত। তাও আবার সোনা। ভারতীয় মহিলা লন বোল দল দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০-এ হারিয়ে সোনা জিতে নিল।  লাভলি চৌবে, পিঙ্কি, নয়নমণি সাইকিয়া ও রূপারানি তিরকের হাত ধরে ইতিহাস রচনা হল বার্মিহ্যামে। প্রথম ম্যাচ হারের পর জেদটা চেপে বসেছিল। তার পর আর একটিও ম্যাচ হারতে হয়নি তাঁদের। পর পর পাঁচটি ম্যাচ জিতে সোনা জিতে নিলেন তাঁরা।

এদিনই কমনওয়েলথ গেমসে দিনের দ্বিতীয় সোনাটি তুলে নিল ভারতের পুরুষ টেবল টেনিস দলের। ফাইনালে ভারতের ছেলেরা হারিয়ে দিলেন সিঙ্গাপুরকে। খেলার ফল ভারতের পক্ষে ৩-১। দারুণ ছন্দে পাওয়া গেল ভারতের টেবল টেনিস দলকে। এর পরই ভারোত্তলনের ৯৬ কেজি বিভাগে রপো জিতে নিলেন বিকাশ ঠাকুর। তিনি তুললেন মোট ৩৪৬ কেজি। এদিকে মালয়েশিয়ার কাছে হেরে ব্যাডমিন্ট মিক্স টিম ইভেন্টে রুপো জিততে হল ভারতকে। খেলার ফল ভারতের বিপক্ষে ১৮-২১, ১৭-২১।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

This post was last modified on August 3, 2022 12:07 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন