বিজ্ঞাপন

CWG 2022 India Medal List: চতুর্থ স্থানে শেষ করল ভারত

কমনওয়েলথ গেমস ২০২২ শেষ হল। ভারত ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ-সহ ৬১টি পদক নিয়ে শেষ করেছে (CWG 2022 India Medal List)৷
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২২ শেষ হল। গত ১১ দিনে ৭২টি দেশের সাড়ে চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ প্রতিযোগিতায় নেমেছিলেন। তার মধ্যে ভারত ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ-সহ ৬১টি পদক নিয়ে শেষ করেছে (CWG 2022 India Medal List)৷ লক্ষ্য সেন, পিভি সিন্ধু, চিরাগ শেঠি এবং সাত্তিক সাইরাজ রঙ্কি রেড্ডির মতো ব্যাডমিন্টন তারকা শেষবেলায় দেশের তালিকায় আরও সোনার পদক যোগ করেছেন।। দিনের চতুর্থ সোনা এসেছে ৪০ বছর বয়সী অচিন্ত শরৎ কমলের হাত ধরে। এদিকে, পুরুষ হকি দল রুপো জিতেছে এবং টেবিল টেনিস তারকা জি সাথিয়ানও ব্রোঞ্জ পদক জিতেছে। ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

ভারতীয় পদকজয়ীদের তালিকা—

সঙ্কেত সরগর (ভারোত্তোলন) — রুপো

মীরাবাই চানু (ভারোত্তোলন)- সোনা

গুরুরাজা পূজারি (ভারোত্তোলন)- ব্রোঞ্জ

বিদ্যারানী দেবী (ভারোত্তোলন)- রুপো

জেরেমি লালরিনুঙ্গা (ভারোত্তোলন) — সোনা

অচিন্ত শিউলি (ভারোত্তোলন) — সোনা

সুশীলা দেবী (জুডো) — রূপো

বিজয় যাদব (জুডো)- ব্রোঞ্জ

হরজিন্দর কৌর (ভারোত্তোলন)- ব্রোঞ্জ

মহিলাদের দল (লন বাউল)– সোনা

পুরুষ দল (টেবিল টেনিস)- সোনা

বিকাশ ঠাকুর (ভারোত্তোলন) — রুপো

মিশ্র দল (ব্যাডমিন্টন)– রুপো

তুলিকা মান (জুডো) — রুপো

লাভপ্রীত সিং (ভারোত্তোলন)- ব্রোঞ্জ

সৌরভ ঘোষাল (স্কোয়াশ)- ব্রোঞ্জ

গুরদীপ সিং (ভারোত্তোলন)- ব্রোঞ্জ

তেজস্বিন শঙ্কর (হাই-জাম্প) — ব্রোঞ্জ

মুরলি শ্রীশঙ্কর (লং জাম্প)- রুপো

সুধীর (পাওয়ার-লিফটিং)- সোনা

আংশু মালিক (কুস্তি)- রুপো

বজরং পুনিয়া (কুস্তি)- সোনা

সাক্ষী মালিক (কুস্তি)- সোনা

দীপক পুনিয়া (কুস্তি)- সোনা

দিব্যা কাকরান (কুস্তি)- ব্রোঞ্জ

মোহিত গ্রেওয়াল (কুস্তি)- ব্রোঞ্জ

প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলাদের ১০ কিমি রেস ওয়াক)- রুপো

অবিনাশ সাবলে (পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ) — রুপো

ভারত পুরুষ দল (লন বোলস)– রুপো

জেসমিন ল্যাম্বোরিয়া (বক্সিং)- ব্রোঞ্জ

পূজা গেহলট (কুস্তি)- ব্রোঞ্জ

রবি দাহিয়া (কুস্তি)- সোনা

ভিনেশ ফোগাত (কুস্তি) — সোনা

নবীন (কুস্তি)- সোনা

ভাবিনা প্যাটেল (প্যারা টেবিল টেনিস) — সোনা

পূজা সিহাগ (কুস্তি)- ব্রোঞ্জ

মোহাম্মদ হুসামুদ্দিন (বক্সিং)- ব্রোঞ্জ

দীপক নেহরা (কুস্তি) — ব্রোঞ্জ

রোহিত টোকাস (বক্সিং)- ব্রোঞ্জ

সোনালবেন প্যাটেল (প্যারা টেবিল টেনিস)- ব্রোঞ্জ

মহিলা দল (হকি)- ব্রোঞ্জ

নিতু গাংঘাস (বক্সিং)- সোনা

অমিত পানঘল (বক্সিং) — সোনা

নিখাত জারিন (বক্সিং)- সোনা

এলডহোস পল (পুরুষদের ট্রিপল জাম্প) — গোল্ড

আবদুল্লাহ আবুবকর (পুরুষদের ট্রিপল জাম্প) — রুপো

সন্দীপ কুমার (পুরুষদের 10 কিমি দৌড়ে হাঁটা) — ব্রোঞ্জ

আন্নু রানী (মহিলা জ্যাভলিন থ্রো) — ব্রোঞ্জ

শরৎ কামাল/জি সাথিয়ান (টেবিল টেনিস) — রুপো

দীপিকা পাল্লিকাল/সৌরভ ঘোষাল (স্কোয়াশ)– ব্রোঞ্জ

মহিলা দল (ক্রিকেট) — রুপো

কিদাম্বি শ্রীকান্ত (ব্যাডমিন্টন)- ব্রোঞ্জ

শরৎ কমল/শ্রীজা আকুলা (টেবিল টেনিস)- সোনা

পিভি সিন্ধু (ব্যাডমিন্টন) — সোনা

লক্ষ্য সেন (ব্যাডমিন্টন) — সোনা

চিরাগ শেঠি/সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি (ব্যাডমিন্টন) — সোনা

জি সাথিয়ান (টেবিল টেনিস) — ব্রোঞ্জ

অচন্ত শরৎ কমল (টেবিল টেনিস) — সোনা

পুরুষ দল (হকি) — রুপো

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

This post was last modified on August 10, 2022 12:08 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন