বিজ্ঞাপন

ইস্টবেঙ্গল কি আইএসএল খেলতে পারবে? রয়েছে নানা জটিলতা

ইস্টবেঙ্গল কি আইএসএল খেলতে পারবে? প্রশ্নটা এখন শুধু কলকাতা ময়দানের নয়, গোটা দেশেরও বটে।
বিজ্ঞাপন

ইস্টবেঙ্গল কি আইএসএল খেলতে পারবে?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: ইস্টবেঙ্গল কি আইএসএল খেলতে পারবে? প্রশ্নটা এখন শুধু কলকাতা ময়দানের নয়, গোটা দেশেরও বটে।

আইএসএল কর্তৃপক্ষ এই প্রথম মুম্বইয়ের বাইরে বৈঠক করছেন। সূত্রের খবর, আগামী ২৮ জুলাই বেঙ্গালুরুর ওই বৈঠকেই ঠিক হবে ইস্টবেঙ্গলের আইএসএল-ভাগ্য।

ইস্টবেঙ্গলে এখন নয়া বিনিয়োগকারী। তাদের সঙ্গে চুক্তি হওয়ার পরেই চাপে পড়ে আইএসএল-এ খেলতে আগ্রহী হয় ইস্টবেঙ্গল। লাল-হলুদ ক্লাব সূত্রে জানা গিয়েছে, আইএসএল-এ ইস্টবেঙ্গলের খেলা অনেকটাই চূড়ান্ত হলেও জটিলতা তৈরি হতে পারে বেঙ্গালুরুর ওই বৈঠকে।

কোন ক্ষেত্রে জটিলতা? ওই সূত্রটির মতে, ‘এক শহর, এক দল’ নিয়মের গেরোয় আটকে যেতে পারে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা। ২০১৪ সালে যখন আইএসএল শুরু হয়, তখন নিয়ম করা হয়েছিল, একটি শহর থেকে একটাই দল খেলতে পারবে। ওই নিয়মের মেয়াদ ছিল পাঁচ বছর। সে দিক থেকে দেখতে গেলে এটাই ‘এক শহর এক দল’ নিয়মের শেষ মরসুম।

কলকাতা থেকে ইতিমধ্যেই এটিকে আইএসএল-এ খেলে। ওই নিয়মকে সামনে রেখে এটিকে যদি আপত্তি করে, তা হলে আর কলকাতার নামে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা হবে না। ইতিমধ্যে এটিকে-র অন্যতম কর্তা উৎসব পারেখ জানিয়েছেন, কলকাতা থেকে একটা দলই খেলবে এবং সেটা এটিকে। আইএসএল আয়োজকদের সঙ্গে তাঁদের তেমনই কথা হয়েছে বলে দাবি উৎসবের।

তৈরি ইস্টবেঙ্গল-মোহনবাগান, অগস্টেই কলকাতা লিগ

সে ক্ষেত্রে হয়তো শিলিগুড়ি থেকে খেলতে হবে লাল-হলুদকে। কিন্তু, সেখানেও জটিলতা রয়েছে। কারণ, শিলিগুড়ির পরিকাঠামো দেখে সন্তুষ্ট নন আইএসএল কর্তারা। পাশাপাশি কলকাতার বাইরেও খেলতে চায় না ইস্টবেঙ্গল। কারণ, কলকাতা থেকে খেলতে না পারলে তাদের বহু সমর্থকই অসন্তুষ্ট হবেন।

‘এক শহর, এক দল’— এই নিয়মের পাশাপাশি লাল-হলুদের সমস্যা বাড়িয়েছে দল গঠনও। আইএসএল-এর জন্য যে মানের ভারতীয় বা বিদেশি ফুটবলার প্রয়োজন, তা এখনও লাল-হলুদ শিবিরে নেই। ২০১৮-র রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার অ্যাকোস্টকে সই করালেও বাকি যে তিন বিদেশির সঙ্গে চুক্তি হয়েছে তাঁরা প্রত্যেকেই আই লিগে খেলেছেন। একমাত্র কাটসুমি ইউসা খেলেছেন আইএসএল-এ। মাহমুদ আল আমনা, কাসিম আইদা-রা আই লিগ চ্যাম্পিয়ন হলেও আইএসএল-এ তাঁদের পরীক্ষা হয়নি।

এমন পরিস্থিতিতে যদি আগামী ২৮ জুলাই আইএসএল-এ খেলার ছাড়পত্র পায় লাল-হলুদ, তা হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের আগে তারা আদৌ ভাল করে দল গড়ে তুলতে পারবে?

+1
0

This post was last modified on July 26, 2018 12:28 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন