বিজ্ঞাপন

AIFF Suspension তুলে নিল ফিফা, হবে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

শেষ পর্যন্ত সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাসন (AIFF Suspension) তুলে নিল ফিফা। যার ফলে যে সব টুর্নামেন্ট আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সেটাও কাটল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: স্বস্তি ভারতীয় ফুটবলে। শেষ পর্যন্ত সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাসন (AIFF Suspension) তুলে নিল ফিফা। যার ফলে যে সব টুর্নামেন্ট আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সেটাও কাটল। ভারতেই হবে অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। এএফসি কাপে খেলবে এটিকে মোহনবাগান এবং বিদেশিরাও চুক্তিবদ্ধ হতে পারবে ভারতীয় ক্লাবের সঙ্গে। সব মিলে আপাতত আবার আগের পরিস্থিতিতে ভারতীয় ফুটবল। কিন্তু এটা একটা ইঙ্গিত মাত্র। স্বাভাবিক নিয়মে ফেডারেশন চালানোর বার্তা যা এতদিন হয়নি।

ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সভাপতি পদের লড়াইয়ে দেখা যাবে দুই প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে ও ভাইচুং ভুটিয়াকে। শুক্রবার ফিফা জানিয়ে দেয়, আপাতত তুলে নেওয়া হল এআইএফএফ-এর নির্বাসন। সেই বার্তায় ফিফার তরফে লেখা হয়, ‘‘ফিফা নিশ্চিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এআইএফএফ কার্যনির্বাহী কমিটির ক্ষমতা গ্রহণের জন্য গঠিত প্রশাসকদের কমিটিকে বাতিল করা হয়েছে এবং এআইএফএফ প্রশাসন এআইএফ-এর দৈনন্দিন বিষয়গুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।’’

ফিফা লেখে, ‘‘ফিফা এবং এএফসি পুরো বিষয়টির দিকে নজর রাখবে। এআইএফএফ যাতে সময় মতো নির্বাচন আয়োজন করতে পারে সে বিষয়ে সব রকম সাহায্য করবে।ফলে ১১-৩০ অক্টোবর ২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে।’’

ফিফা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ১৫ অগস্ট। কারণ হিসেবে উঠে এসেছিল তৃতীয় পক্ষের অযাচিত ভূমিক। যার ফলে দেশের মাটিতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার এআইএফএফ-এর তরফে ফিফাকে অনুরোধ জানানো হয় যাতে নির্বাসন তুলে নেওয়া হয় কারণসুপ্রিম কোর্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস ভেঙে দিয়েছে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

This post was last modified on August 27, 2022 3:44 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন