বিজ্ঞাপন

টিম অব দ্য ডিকেড: আইসিসি-র বিচারে অধিনায়কত্ব ভারতীয়দেরই

টিম অব দ্য ডিকেড ঘোষণা করল আইসিসি। টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠল ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে, বাকি দুটো এমএস ধোনির দখলে থাকল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: টিম অব দ্য ডিকেড ঘোষণা করল আইসিসি। টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠল ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে। একদিনের দল এবং টি২০ দলের অধিনায়কত্ব পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিন দলেরই অধিনাকত্ব থাকল ভারতেরই হাতে। রবিবার এই দল ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।  তিন দলেই রয়েছেন বিরাট কোহলি।

টেস্ট টিম অব দ্য ডিকেড

অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, কুমার সঙ্গাকারা, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডার সন।

ওডিআই টিম অব দ্য ডিকেড

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, এমএস ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমান তাহির, লাসিথ মালিঙ্গা।

টি২০ টিম অব দ্য ডিকেড

রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স। গ্লেন ম্যাক্সওয়েল, এমএস ধোনি (অধিনায়ক), কেরন পোলার্ড। রশিদ খান, জসপ্রিত বুমরা, লাসিথ মালিঙ্গা।

ওডিআই ওমেন টিম অব দ্য ডিকেড

অ্যালিসা হিলি, সুজি বেটস, মিতালী রাজ, মেগ ল্যানিং, স্টেফানি টেলর, সারা টেলর, এলিস পেরি, ডেন ভান নিকার্ক, মারিজেন কাপ, ঝুলন গোস্বামী, আনিশা মহম্মদ।

টি২০ ওমেন টিম অব দ্য ডিকেড

অ্যালিসা হিলি, সোফি ডিভাইন, সুজি বেটস, মেগ ল্যানিং, হরমনপ্রিত কাউর, স্টেফানি টেলর, ডিনড্রা ডটিন, এলিস পেরি, আনায়া শ্রুবসোলে, মেগান স্টাক, পুনম যাদব।

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন) 

0
0

This post was last modified on December 27, 2020 8:46 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন