বিজ্ঞাপন

‘এমএস ক্লাসিক’, লক্ষ্যে পৌঁছে ধোনির ইনিংসকে এ ভাবেই ব্যাখ্যা করলেন বিরাট

‘এমএস ক্লাসিক’ ধোনির ইনিংস নতুন নাম পেল অ্যাডিলেডে। প্রথম মাচে সিডনি হারের পর দ্বিতীয় ম্যাচে আরও কঠিন লক্ষ্যের মধ্যেই সমতায় ফিরল ভারত।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: ‘এমএস ক্লাসিক’ ধোনির ইনিংস নতুন নাম পেল অ্যাডিলেডে। প্রথম মাচে সিডনি হারের পর দ্বিতীয় ম্যাচে আরও কঠিন লক্ষ্যের মধ্যেই সমতায় ফিরল ভারত। তিন ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১। যার ফলে শেষ ম্যাচ এখন দুই দলের কাছেই ফাইনাল। জিতলেই সিরিজ পকেটে। এ দিন অ্যাডিলেডের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপর। তার সঙ্গে প্রবল আদ্রতা। তার মধ্যেই খেলতে নেমেছিল ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট নেওয়ায় ভারতের সামনে তৈরি হয়েছিল রানের পাহাড়। শন মার্শের দুরন্ত সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়ার রন পৌঁছয় ২৯৮-এ।

এ দিন অ্যাডিলেডের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপর। সঙ্গে অত্যধিক আদ্রতা। বিরাট বলেন, ‘‘আমার প্যান্ট ঘামে সাদা হয়ে গিয়েছিল। নুন বেরিয়ে আসছিল। এমএসও ক্লান্ত হয়ে পড়েছিল। ৫০ ওভার ফিল্ডিং করার পর ব্যাট এই গরমে সহজ ছিল না।’’

ভারতের সামনে ছিল পাহাড় প্রমাণ রানের লক্ষ্য। এই রানে পৌঁছনো সহজ ছিল না। সিডনিতে হারের পর এই লক্ষ্যে যে ভারত পৌঁছতে পারবে সেটা অনেকেই ভেবে উঠতে পারেননি। তার উপর দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান শক্ত ভীতও তৈরি করতে পারেননি। অম্বাতু রায়ডুও দ্রুতই ফিরে যান প্যাভেলিয়নে। এদিন যদিও ব্যাট হাতে ধুরে দাঁড়ান বিরাট কোহলি। ১০৪ রানের ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরেন তিনি।

জয়ের রাস্তা দেখিয়ে দিল আরও অনেকটা লড়াই বাকি ছিল ভারতের জিততে হলে। সেই লক্ষ্যে নিজের ম্যাচ উইনার ক্ষমতা দিয়ে নিয়ে গেলেন এমএস ধোনি। ৫৪ বলে অপরাজিত ৫৫ রান করলেন। ছক্কা হাঁকিয়ে দলকে সমতায় নিয়ে গিয়ে এক রান নিয়ে জয় তুলে নিলেন ধোনি। ম্যাচ শেষে ধোনির প্রশংসা না করে পারলেন না অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি ধোনির ইনিংসকে ‘এমএস ক্লাসিক’ বলে ব্যাখ্যা করেন। বলেন, ‘‘ও আজ দলে যদি না থাকত তা হলে এই এমএস ক্লাসিক দেখা হত না। ও ওর অভিজ্ঞতা ও ম্যাচ উইনিং ক্ষমতা দিয়ে খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল। এবং ওর বড় শটগুলো জমিয়ে রেখেছিল শেষের জন্য।’’

ভুবনেশ্বর কুমারেরও প্রশংসা করতে ভুললেন না কোহলি। তিনি বলেন, ‘‘ম্যাক্সওয়েল আর মার্শ যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিন রান হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু দুটো অসাধারণ বলে দু’জনকে আউট করাটা দারুণ ছিল। আমার মতে এই উইকেটে প্রথমে ব্যাট করে ২৯৮ সঠিক রান। ভুবি অসাধারণ বল করেছে।’’

(খেলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন