বিজ্ঞাপন

প্যাট কামিন্স একাই চারদিনে শেষ হয়ে যাওয়া ম্যাচ পঞ্চমদিনে নিয়ে গেলেন

প্যাট কামিন্স একা হাতে চার দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচকে পঞ্চম দিনে নিয়ে গেলেন। তিনি না থাকলে শনিবারই বক্সিং যে টেস্ট জিতে সিরিজ ২-১ হয়ে যেত ভারতের পক্ষে।
বিজ্ঞাপন

প্যাট কামিন্স একাই টানলেন অস্ট্রেলিয়াকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: প্যাট কামিন্স একা হাতে চার দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচকে পঞ্চম দিনে নিয়ে গেলেন। তিনি যদি এই ভূমিকা না নিতেন তা হলে শনিবারই বক্সিং যে টেস্ট জিতে সিরিজ ২-১ হয়ে যেত ভারতের পক্ষে। কিন্তু হতে দিলেন না একজনই। আট উইকেট পড়ে যাওয়ার পরও ৬১ রানে অপরাজিত থেকে ম্যাচকে নিয়ে গেলেন পঞ্চম দিনে

ভারতের জয় মাত্র আর দু’উইকেটের অপেক্ষা। সকালে খেলা শুরু হওয়ার পর কতক্ষণ গড়াবে তা বলা মুশকিল। অঘটন হওয়ার কোনও সম্ভাবনা নেই। প্যাট কামিন্সের একার পক্ষে ম্যাচ জিতিয়ে দেওয়া সম্ভব নয়।

চতুর্থ দিন ভারত দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল ৫৪/৫ দিয়ে। ব্যাট করছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও ঋষভ পন্থ। ৪২ রানে মায়াঙ্ক আগরওয়াল আউট হন ও ৩৩ রানে পন্থ। জাডেজা পাঁচ রান করে আউট হওয়ার পর ১০৬ রানে আট উইকেটে ইনিংস ঘোষণা করে দেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে একাই ছয় উইকেট নেন কামিন্স। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৯ রানের।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়ার ব্যাটিং। দুই ওপেনার হ্যারিস ও ফিঞ্চ ১৩ ও ৩ রানে আউট হওয়ার পর উসমান খোয়াজা ৩৩ ও শন মার্শের ৪৪ রানের সুবাদে অস্ট্রেলিয়ার ইনিংস কিছুটা ভরসা পায়। তার পর ত্রাভিস হেড, টিম পাইন, মিচেল স্টার্করা এক এক করে ফিরে যান।

প্রথম টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি

২১৫ রানে আট উইকেট হারিয়ে যখন হারের মুখে দাঁড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া তখনই হাল ধরেন ছয় উইকেটের মালিক কামিন্স। তাঁর সঙ্গে ছয় রান করে ক্রিজে রয়েছেন নাথান লিয়ঁ।

ভারতের হয়ে প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত দুই উইকেট নেন যশপ্রীত বুমরা। রবীন্দ্র জাডেজা নেন তিন উইকেট। দুই উইকেট নেন মহম্মদ শামি। এক উইকেট ইশান্ত শর্মা।

এবার শেষ দিনের অপেক্ষা কত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে অল-আউট করতে পারে ভারতের বোলাররা। দুই উইকেট নিতে পারলেই কেল্লাফতে। বক্সিং ডে টেস্ট হবে ভারতের।

0
0

This post was last modified on December 30, 2018 1:21 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন