বিজ্ঞাপন

প্যারালিম্পিকে ভারতের সাফল্য চলছেই, এদিন এল তিনটি পদক

প্যারালিম্পিকে ভারতের সাফল্য ছুটছেই। মাঝে দু’দিন তেমনভাবে কেউ খবরে উঠে আসেনি। শুক্রবার আবার ভারতীয় প্রতিযোগীদের জয়জয়কার টোকিও জুড়ে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: প্যারালিম্পিকে ভারতের সাফল্য ছুটছেই। মাঝে দু’দিন তেমনভাবে কেউ খবরে উঠে আসেনি। শুক্রবার আবার ভারতীয় প্রতিযোগীদের জয়জয়কার টোকিও জুড়ে। এদিন ভারতের ঘরে এল তিনটি পদক। এই প্রথম কোনও প্যারালিম্পিয়ান একই বছরে জোড়া পদক জিতলেন। তিনি আর কেউ নন অবনী লেখারা। শুটিংয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন অবনী। এবার জিতলেন ব্রোঞ্জ। শুধু ইভেন্টটা আলাদা। মেয়েদের ৫০ মিটার ৩পি এসএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিলেন তিনি। সব মিলে এখনও পর্যন্ত ভারতের ঘরে এল ১৩টি পদক। গত সোমবার ১০ মিটার এয়ার রাইফেলস ইভেন্টে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছিলেন অবনী।

প্রধানমন্ত্রী টুইট করে অবনীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘টোকিও প্যারালিম্পিকে আরও সাফল্য। অবনী লেখারার অসাধারণ পারফর্মেন্সে উচ্ছ্বসিত। শুভেচ্ছা তাঁকে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ার জন্য। তাঁর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’’ প্রবীণকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘‘প্যারালিম্পিকে প্রবীণ কুমার রুপো জেতায় আমি গর্বিত। এই পদক তাঁর কঠিন লড়াইয় এবং একাগ্রতার ফলফল্যফ। তাঁকে শুভেচ্ছা। তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’’

শুক্রবার প্যারালিম্পিকের শুরুটা হয়েছিল হাই জাম্পে পদক দিয়েই। হাইজাম্পের টি-৬৪ বিভাগে এশিয়ান রেকর্ড গড়ে দেশকে রুপো এনে দেন প্রবীণ কুমার। এর আগে হাই জাম্পে দুটো পদক এনে দিয়েছিলেন থাঙ্গাভেলু মায়াপ্পান এবং শরদ কুমার। এদিন হাই জাম্পে ভারতের পদকের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন প্রবীণ।  এদিন তিনি লাফালেন ২.০৭ মিটার। অল্পের জন্য সোনা হাতছাড়া হল। সোনা জয়ী গ্রেট ব্রিটেনের জোনাথনের লাফ ২.১০ মিটার।’’ টোকিও ২০২০ ফর ইন্ডিয়া টুইট করে জানিয়েছে, আজ ভারতীয় প্যারালিম্পিকের ঐতিহাসিক দিন।

এদিন ভারতের পদক তালিকার শেষ পদকটি এল তিরন্দাজিতে। প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে তিরন্দাজিতে পদক জিতে নিলেন হরবিন্দর সিং। ব্রোঞ্জ জিতলেন তিনি। কোরিয়ান তারকার বিরুদ্ধে তিনি ৫-৬-এ হেরে যান। অর্থনীতি নিয়ে পড়াশোনা করা হরবিন্দর দেশকে ক্রীড়াক্ষেত্রে সাফল্য এনে দিয়ে বুঝিয়ে দিলেন যে রাঁধে সে চুলও বাঁধে। প্রধানমন্ত্রী তাঁকে টুইটে লেখেন, ‘‘তিরন্দাজ হরবিন্দরের অসাধারণ পারফর্মেন্স। ও সেরা স্কিল ও একাগ্রতা দেখিয়েছে যেটা তাঁকে পদক এনে দিয়েছে। তাঁকে শুভেচ্ছা ঐতিহাসিক ব্রোঞ্জ পদকের জন্য। তাঁকে নিয়ে গর্বিত। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছা।’’

টোকিও ২০২০ প্যারালিম্পিকে ভারতের পদক


  • ভাবিনা প্যাটেল— টেবল টেনিস রুপো
  • নিশাদ কুমার— হাই জাম্প রুপো
  • অবনী লেখারা— ১০ মিটার এয়ার রাইফেল সোনা
  • যোগেশ কাঠুনিয়া— ডিসকাস থ্রো এফ৫৬ রুপো
  • দেবেন্দ্র ঝাঁঝারিয়া— জ্যাভলিন থ্রো এফ৪৬ রুপো
  • সুন্দর সিং গুর্জ— জ্যাভলিন থ্রো এফ৪৬ ব্রোঞ্জ
  • সুমিত আন্তিল— জ্যাভলিন এফ৬৪ সোনা
  • সিংহরাজ আধানা— ১০ মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জ
  • মারিয়াপ্পান থাঙ্গাভেলু— হাই জাম্প টি৬৩ রুপো
  • শরদ কুমার— হাই জাম্প টি৬৩ ব্রোঞ্জ
  • প্রবীন কুমার— হাইজাম্পের টি৬৪ রুপো
  • অবনী লেখারা— ৫০ মিটার ৩পি এসএইচ১ ব্রোঞ্জ
  • হরবিন্দর সিং— তিরন্দাজি ব্রোঞ্জ

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on September 4, 2021 12:47 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন