বিজ্ঞাপন

বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা, ওঁদের জন্যই এগিয়ে ভারত: হোল্ডিং

বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা, এই দুটি নামের জন্য এবারের বিশ্বকাপে ভারতকে ফেবারিট ধরছেন মাইকেল হোল্ডিং। তাঁর ফেবারিটের তালিকায় রয়েছে ইংল্যান্ডও।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা, এই দুটি নামের জন্য এবারের বিশ্বকাপে ভারতকে ফেবারিট ধরছেন মাইকেল হোল্ডিং। তবে ভারত একা নয়, ঘরের মাঠে খেলার জন্য ‘‌হুইসপারিং ডেথ’‌–‌এর ফেবারিটের তালিকায় রয়েছে ইংল্যান্ডও।

একটি সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘‌একটা দল নয়, আমার কাছে এবারের বিশ্বকাপে দুটি দল ফেবারিট— ভারত আর ইংল্যান্ড। কোহলি আর বুমরার জন্য ভারত ফেবারিট। এই দুই ক্রিকেটারের ভারতকে বিশ্বকাপ এনে দেওয়ার ক্ষমতা আছে। ভারত ধারাবাহিক ভাবে ভাল খেলছে। কোহলি, বুমরা ছাড়াও ভাল ভাল অনেক প্লেয়ার আছে ভারতীয় দলে। চাপের মুখে কী করে খেলতে হয়, সেটা চ্যাম্পিয়ন দল জানে।’‌ ইংল্যান্ড নিয়ে হোল্ডিংয়ের মত, ‘‌ওরা নিজেদের দেশে খেলার সুবিধে পাবে। সম্প্রতি ওরা একদিনের ক্রিকেটটা খুব ভাল খেলছে। ওদের দলে ভারসাম্যও দারুণ। তাই ভারত বা ইংল্যান্ডের মধ্যে কেউ বিশ্বকাপ জিতলে আমি অবাক হব না।’‌

দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে যাচ্ছেন। ফলে সেখানকার মাঠ, পিচ, আবহাওয়া সম্পর্কে খুব ভাল করে জানেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে হোল্ডিং বলেন, ‘‌এখন ওয়ার্ল্ড কাপের মতো প্রতিযোগিতা সাধারণত পাটা উইকেটে খেলা হয়, যাতে ব্যাটসম্যান রান করতে পারে। তাই মনে হয় না ইংল্যান্ডের পরিচিত সিমিং উইকেট আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পাব।’‌ ইংল্যান্ডের উইকেটে স্পিনারদের কতটা ভূমিকা থাকবে, জানতে চাইলে হোল্ডিং বলেন, ‘‌সব মাঠে, সব ম্যাচে স্পিনাররা সাহায্য পাবে, এ কথা বলছি না। কিন্তু অবশ্যই স্পিনারদের ভূমিকা থাকবে। তবে এখন বাউন্ডারি খুব বড় হয় না। ফলে ইংল্যান্ডের ছোট মাঠে স্পিনারদের সমস্যা হবে।’‌

এবারের বিশ্বকাপ ১৯৯২ সালের মতো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। প্রত্যেক দল বাকি দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। এই ফরম্যাট নিয়ে খুশি হোল্ডিং। বলেন, ‘‌কোনও দলই বলতে পারবে না, তারা যথেষ্ট সুযোগ পায়নি। যদি কোনও দল দু–‌একটা ম্যাচে খারাপ খেলে, তাহলে তাদের সামনে ফিরে আসার সুযোগ থাকবে।’‌‌‌‌

0
0

This post was last modified on May 16, 2019 2:12 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন