বিজ্ঞাপন

ইস্টবেঙ্গল তাঁবুর সামনে সমর্থকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৪

ইস্টবেঙ্গল তাঁবুর সামনে সমর্থকদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ময়দান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শেষমেশ হস্তক্ষেপ করতে হয়।
বিজ্ঞাপন

ইস্টবেঙ্গল তাঁবুর সামনে সমর্থকদের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: ইস্টবেঙ্গল তাঁবুর সামনে সমর্থকদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ময়দান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শেষমেশ হস্তক্ষেপ করতে হয়। তাদের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও উঠছে। বুধবার বিকেলের এই ঘটনায় কলকাতা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের লড়াইয়ের ছবি ময়দানে বহু পরিচিত। কিন্তু নিজেদের দলের সমর্থকদের মধ্যে লড়াই তেমন ভাবে আগে চোখে পড়েনি কলকাতায়। বুধবার লাল-হলুদ সমর্থকদের দুই গোষ্ঠীর মধ্যেই লড়াইয়ের সাক্ষী থাকল ময়দান। এক দিকে, ইস্টবেঙ্গল কর্তাদের সমর্থকেরা। অন্য দিকে, ক্লাবকর্তাদের বিরোধী গোষ্ঠী। দু’পক্ষই বিক্ষোভের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিক্ষোভ যে বড় চেহারা নিতে পারে, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিল পুলিশ। তাই এ দিন ময়দানে পুলিশকর্মী একটু বেশি করেই মোতায়েন করা হয়েছিল। এ দিন দুপুর একটা নাগাদ ইস্টবেঙ্গল কর্মকর্তাদের বিরোধী গোষ্ঠীর সমর্থকেরা এসে ক্লাব তাঁবুর সামনে জড়ো হতে শুরু করেন। সেখানে তত ক্ষণে পাল্টা জড়ো হতে শুরু করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের সমর্থকরাও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। কোভিড পরিস্থিতিতে এমনিতেই জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। তার মধ্যে অত মানুষ জড়ো হয়ে যাওয়ায় নিয়ম-বিধি সব শিকেয় ওঠে। পুলিশ বার বার মাইকে জায়গা ফাঁকা করার কথা বলতে থাকে। কিন্তু কারও মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। ধীরে ধীরে পরিস্থিতির উত্তাপ বাড়তে থাকে।

‘গো ব্যাক নিতু’ স্লোগানে ময়দান ফেটে পড়ে। পুলিশ দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি প্রাথমিক ভাবে সামলানোর চেষ্টা করে। একটা সময় বিষয়টা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তখন পুলিশ হস্তক্ষেপ করে। ওঠে লাঠি চালানোর অভিযোগ। পরে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া বলেন, ‘‘আমরা প্রথমে লাঠি চালাতে চাইনি। কিন্তু প্রায় আড়াই ঘণ্টা ধরে রাস্তা আটকে রাখা হয়েছিল। বার বার বলা স্বত্ত্বেও রাস্তা খালি করা হয়নি। ফলে বাধ্য হয়েই পুলিশকে লাঠি চালাতে হয়। সব মিলিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।’’

তবে দু’পক্ষের গন্ডগোলে সমর্থকেরা নিজেরাও আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ঘটনায় জন দশেক জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথামিক চিকিৎসার পর ছাড়াও পেয়ে যান সকলে। তবে ইস্টবেঙ্গল তাঁবুর সামনে সমর্থকদের বিক্ষোভ নিয়ে পুলিশের এই লাঠি চালানোর ঘটনার নিন্দা করেছেন অনেকেই। তাঁদের মতে, পুলিশের এমন হস্তক্ষেপ মোটেও ঠিক হয়নি।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on July 27, 2021 11:54 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন