বিজ্ঞাপন

ঋষভ পন্থ নিজেকে তৈরি করছেন ভারতীয় দলের চার নম্বরের জন্য

ঋষভ পন্থ কি চার নম্বরী হতে পারবেন? চার নম্বরে কে?‌ এই প্রশ্নের উত্তরটা বিশ্বকাপের আগে থেকে খুঁজেছে ভারত। খুঁজেছে বিশ্বকাপ চলাকালীনও।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: ঋষভ পন্থ কি চার নম্বরী হতে পারবেন? চার নম্বরে কে?‌ এই প্রশ্নের উত্তরটা বিশ্বকাপের আগে থেকে খুঁজেছে ভারত। খুঁজেছে বিশ্বকাপ চলাকালীনও। পরীক্ষা–নিরীক্ষার পর বিশ্বকাপে চারটে ম্যাচে ৪ নম্বরে তাঁকে খেলানো হয়েছে। করেছেন ৩২, ৪৮, ৪, ৩২। অনেকের মতে, ভবিষ্যতের কথা ভাবলে চার নম্বর জায়গার সমাধান সূত্র হতে পারেন। নিজে কী ভাবছেন?‌ মুখ খুললেন ঋষভ পন্থ । জানালেন, এই দায়িত্বটা পালনের জন্য নিজেকে তৈরি করছি।

কীভাবে?‌ ঋষভ পন্থ ব্যাখ্যা দিয়েছেন, ‘‌৪ নম্বরে ব্যাট করতে আমি পছন্দ করি। ব্যাপারটা আমার কাছে নতুন নয়। আগেও তো চারে ব্যাট করেছি। আইপিএলে চারে নেমে খেলেছি। তাই এই ভূমিকায় নিজেকে আরও বেশি তৈরি করছি। তবে চারে ব্যাট করতে নামছি বলে নির্দিষ্ট কোনও স্টাইলে খেলছি বা ব্যাট করছি, এমন নয়। বরাবরই পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি।’‌

এখন পর্যন্ত ভারতের হয়ে ৯টা টেস্ট, ৯টা একদিনের এবং ১৫টা টি২০ ম্যাচ খেলেছেন। তবে ঋষভ কোন ঘরানায় খেলছেন তা নিয়ে চিন্তিত নন। বলেছেন, ‘‌কোন ঘরানায় খেলছি সেটা ভেবে নিজেকে চাপে ফেলতে রাজি নই। তবে এটা ঠিক শুরুতে টেস্টে খেলায় আমার সুবিধে হয়েছে। সবাই বলেন, টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন। তবে টেস্টে আমার অভিজ্ঞতা ভাল। অনেক কিছু শিখেছি।’

আরও বলেন, ‘কীভাবে ইনিংস গড়তে হয়, এগিয়ে নিয়ে যেতে হয় শিখেছি। টেলএন্ডারদের সঙ্গে ব্যাট কীভাবে করতে হয় সেটাও বুঝেছি। টেস্ট ক্রিকেটে প্রতিটা দিনই কিছু না কিছু শেখা যায়। সারাদিন ফিল্ডিং করার পর ব্যাট করতে নামলে কেমন লাগে সেটাও জেনেছি। একদিনের আর টি২০–র অভিজ্ঞতা আলাদা। সেখানে সব কিছু বড্ড দ্রুত ঘটে।’‌

ধোনি নেই। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটে সিরিজেই তিনি প্রথম পছন্দ। কী মনে হচ্ছে?‌ ঋষভের কথায়, ‘‌জানি বিশাল দায়িত্ব কাঁধে। কিন্তু সেটা নিয়ে অতিরিক্ত ভাবলে সমস্যা হবে। লোকে অনেক কথা বলছে। কিন্তু আমি সে সব নিয়ে ভাবি না। আমার কোচ বলেছেন, ‘প্রতি বছর নিজের খেলায় কিছুটা হলেও উন্নতি করার চেষ্টা করতে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে মুশকিল। এখন টেকনোলজি এতই উন্নত বিপক্ষের প্লেয়াররা দুর্বলতা ঠিক খুঁজে নেবে।’‌

তিনি বলেন, ‘কোচের কথা শুনে আমিও সেটাই করার চেষ্টা করি। নতুন কিছুর চেষ্টা চলতেই থাকবে। কোনও কোনও দিন নেটে নতুন শট মারি। কোনও কোনও দিন মারি না। যেদিন মনে হবে নতুন শট রপ্ত করে ফেলেছি, সেদিনই ম্যাচে সেটা মারার চেষ্টা করব।’‌ ‌‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

0
0

This post was last modified on July 28, 2019 1:02 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন