বিজ্ঞাপন

সরফরাজ আহমেদ মনে করেন দেওয়ালে পিঠ ঠেকলেই পাকিস্তান ভাল খেলে

সরফরাজ আহমেদ বিশ্বাস করেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলেই পাকিস্তান ভাল খেলে। হ্যাঁ, এমনটাই বলছেন পাক–অধিনায়ক সরফরাজ আহমেদ। যা প্রমান হয়েছে বিশ্বকাপেও।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: সরফরাজ আহমেদ বিশ্বাস করেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলেই পাকিস্তান ভাল খেলে। হ্যাঁ, এমনটাই বলছেন পাক–অধিনায়ক সরফরাজ আহমেদ।

এতদিন কেন পারেনি তাঁর দল?‌ সরফরাজ ব্যাখ্যা দিয়েছেন, ‘‌জিততে গেলে ভাল ফিল্ডিং করতে হয়। আমরা এতদিন সেটাই পারিনি। প্র‌্যাকটিসে তাই ফিল্ডিংয়ের ওপর জোর দিয়েছিলাম। গোটা দল এক হয়ে লড়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বাবরের এটা সেরা ইনিংস।’‌

ভারতের কাছে হারের পর এক পাক সমর্থক ‘‌মোটা শূকর’ বলে কটাক্ষ করেছিলেন‌ তাঁকে। যা শুনে কেঁদে ফেলেন তাঁর স্ত্রী। পাক–অধিনায়ক সেই ঘটনার উল্লেখ করে বলেছেন, ‘‌জানেন, সেদিন হোটেলের রুমে ফিরে দেখি আমার স্ত্রী কাঁদছে। ওই ভিডিওটি দেখেই। ওকে অনেকক্ষণ ধরে বুঝিয়েছিলাম আমাদের দেশের ক্রিকেট সমর্থকেরা অত্যন্ত আবেগপ্রবণ। তাই এ সব সহ্য করতেই হবে।’‌

দেখুন-শুনুন কী বলছেন সরফরাজ আহমেদ

স্ত্রীকে বোঝালেও, নিজে যে চরম দুঃখ পেয়েছিলেন সে–কথা স্বীকার করেছেন সরফরাজ। বলেছেন, ‘‌এরকম মন্তব্য শুনে কার আর ভাল লাগে?‌ আমারও লাগেনি। কিন্তু ওই মুহূর্তে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। কারণ ছেলে সঙ্গে ছিল। তখন যদি পাল্টা কিছু বলতাম, ওই অনুরাগীর সঙ্গে আমার কোনও পার্থক্য থাকত না। আর বাকি অনুরাগীরাও আমার পাশে এভাবে দাঁড়াতেন না।’‌

এদিকে ম্যাচের সেরা বাবর আজম জানালেন, নিজেদের ওপর বিশ্বাসই পাকিস্তানের সাফল্যের রহস্য। বলেছেন, ‘‌নিজেদের ওপর আস্থাই আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। হারলেও কেউ হাল ছাড়িনি। বিশ্বাস করি বাকি দুটো ম্যাচে জিতে আমরা সেমিফাইনালে যাব।’‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

0
0

This post was last modified on June 29, 2019 1:31 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন