বিজ্ঞাপন

Sourav Gaguly, ‘কেউ সারা জীবন প্রশাসক থাকেন না’

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gaguly) আর বিসিসিআই-এর সভাপতি নেই। যদিও বোর্ডের তরফে সরকারিভাবে তা ঘোষণা করা হয়নি এখনও।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gaguly) আর বিসিসিআই-এর সভাপতি নেই। যদিও বোর্ডের তরফে সরকারিভাবে তা ঘোষণা করা হয়নি এখনও। তবে বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁর কথা বুঝিয়ে দিল, আপাতত প্রশাসক সৌরভকে দেখা যাবে না। তিনি সেই অনুষ্ঠানে বলেন, ‘‘আমি একজন প্রশাসক ছিলাম এবং আমি অন্য কিছুতে যোগ দেব। আপনি জীবনে যাই করুন না কেন দেশের জন্য খেলাটাই সেরা সময়। আমি বিসিসিআই-এর সভাপতি হয়েছি এবং আমি আরও বড় কিছু করব। আপনি সারাজীবন খেলোয়াড় থাকতে পারেন না, আপনি সারাজীবন প্রশাসকও থাকতে পারেন না। দুটো কাজই অসাধারণ ছিল।’’

এদিন সৌরভের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, যে তিনি বিসিসিআই সভাপতি আর নেই এবং আরও বড় কিছু করার পথে এগোচ্ছেন। তিনি বলেন, ‘‘আমি ইতিহাসে বিশ্বাস করিনি কিন্তু অতীতের অনুভূতি ছিল এই পর্যায়ে খেলার মতো যোগ্যতা ছিল না। আপনি একদিনে অম্বানি বা নরেন্দ্র মোদী হয়ে যাবেন না। কয়েকমাস বা বছর কাজ করতে হবে সেখানে পৌঁছতে হলে।’’

এদিন তিনি তাঁর খেলার জীবনের কথাও ভাগ করে নেন। তিনি যখন অধিনায়ক ছিলেন তখনকার অভিজ্ঞতা কেমন ছিল। তার উত্তরে সৌরভ বলেন, ‘‘ছ’জন অধিনায়ক ছিল যাঁরা দলকে নেতৃত্ব দিত। যখন একদিনের দল থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল রাহুল তখন আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। আমি ওদের সঙ্গে কথা বলে দল তৈরি করতাম। দলের মধ্য এই বিষয়গুলো লুকনো ছিল না।’’

তিনি আরও বলেন, ‘‘এটা শুধু রান করা ছিল না। মানুষ আরও অন্য কিছু মনে রেখেছে। সেটা হল, অধিনায়ক নেতা হিসেবে আপনি কী করলে‌ন।’’ ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা না হলেও পাঁকা হয়ে গিয়েছে রজার বিনির সভাপতির চেয়ারে বসা সৌরভের পরিবর্তে। তিনি ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন এবং কোনও বিরোধীতা ছাড়াই তিনি নির্বাচিত হবেন বলেই মনে করা হচ্ছে।  জয় শাহ সচিব হিসেবেই থাকছেন।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন