পর পর হারে বিধ্বস্ত কলকাতা, এবার চেন্নাইয়ের কাছে
হারের হ্যাটট্রিক আগেই সেরে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার ঘরের মাঠ চতুর্থ হারের সাক্ষী থাকল। এক কথা রবিবার ইডেন গার্ডেন যেন দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল।
হারের হ্যাটট্রিক আগেই সেরে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার ঘরের মাঠ চতুর্থ হারের সাক্ষী থাকল। এক কথা রবিবার ইডেন গার্ডেন যেন দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল।
একা হ্যারি ব্রুকেই বাজিমাত করল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকেল কলকাতা নাইট রাইডার্সের হয়ে নীতীশ রানা আর রিঙ্কু সিংয়ের ইনিংস কাজে লাগল না।
তিন সাড়ে তিন বছর নেহাৎই কম সময় নয়। আর ক্রিকেট পাগল বাঙালির তথা কলকাতার জন্য তো নয়ই। সেই ক্রিকেটের মক্কায় এত বছর পর ফিরল ক্রিকেট।
আইপিএল ২০১৯ প্লে-অফ কি আর দেখতে পাবে কলকাতা? লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। মরন-বাঁচনও বলা যেতে পারে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হত কলকাতা নাইট রাইডার্সকে।
চেন্নাই সুপার কিংস আবার সুপার হিট। ঘরের মাঠে কলকাতাকে হারানোর পর ইডেন গার্ডেনেও উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে। পর পর হারে চাপে কলকাতা।
কলকাতা নাইট রাইডার্স পারল না, ঘরের মাঠে বদলার ম্যাচেও হারের মুখ দেখতে হল। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ফিরোজ শা কোটলায় সুপার ওভারে হারতে হয়েছিল কেকেআরকে।
Copyright 2025 | Just Duniya