গোটা দুনিয়া যখন ৫জি নেটাওয়ার্ক নিয়ে ভাবনাচিন্তা করছে, চাঁদে ফোর-জি মোবাইল নেটওয়ার্ক তৈরি করতে সেখানে পাড়ি দিচ্ছে ভোডাফোন।
চাঁদে প্রথম বেসরকারি উদ্যোগে অভিযান চালাতে চায় এক জার্মান সংস্থা। সেই কারণেই ওই নেটওয়ার্ক চালু করার ভাবনাচিন্তা।
সব কিছু ঠিক থাকলে ২০১৯-এই সেই নেটওয়ার্ক চালু হয়ে যেতে পারে। এর ফলে ওই অভিযানের ছবি চাঁদ থেকে দ্রুত সম্প্রচার করা সম্ভব হবে বলে ধারণা।
ওই জার্মান সংস্থাকে সাহায্য করতে হাত মিলিয়েছে ভোডাফোন, নোকিয়া ও অডির মতো সংস্থা।
কেন ৫জি নয়? এ প্রশ্নের জবাবে ভোডাফোন জার্মানির তরফে জানানো হয়েছে, ৫জি এখনও পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। তাই ৪জি দিয়েই ওই কাজ করা হবে। ঝুঁকি নেওয়া হয়নি।