বিজ্ঞাপন

প্রয়াত জন ল্য ক্যারে, ব্রিটিশ স্পাই থ্রিলার রচয়িতার বয়স হয়েছিল ৮৯

প্রয়াত জন ল্য ক্যারে, ব্রিটিশ স্পাই থ্রিলার রচয়িতার বয়স হয়েছিল ৮৯। লেখকের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ঔপন্যাসিক।
বিজ্ঞাপন

জন ল্য ক্যারে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রয়াত জন ল্য ক্যারে, ব্রিটিশ স্পাই থ্রিলার রচয়িতার বয়স হয়েছিল ৮৯। ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’-এর লেখকের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ঔপন্যাসিক।

জনের আসল নাম ডেভিড কর্নওয়েল। জন্ম দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডর্সেটের পুলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সেই সময়ে জার্মান-জানা ইংরেজ কিশোরটি চোখে পড়ে যায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা ‘সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসেস’-এর এক অফিসারের। তাঁর প্রস্তাবেই বার্ন দূতাবাসে ব্রিটিশ গুপ্তচর হিসেবে যোগ দেন ডেভিড। পরে ইংল্যান্ডে ফিরে অক্সফোর্ডবিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও এমআই৫-এর সক্রিয় কর্মী হিসেবে ‘মার্কসবাদী’ ভাবনায় উদ্বুদ্ধ পড়ুয়াদের উপরে নজর রাখাই ছিল তাঁর কাজ।


বিদেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

পড়াশোনার পাট চুকলে ইংল্যান্ডের ইটন কলেজে শিক্ষকতা করেছিলেন দু’বছর। পড়াতেন জার্মান ভাষা ও সাহিত্য। দু’বছর পরে ফিরে যান পুরোনো পেশায়, ব্রিটিশ গুপ্তচর বিভাগে। প্রথম পোস্টিং জার্মানির বন-এ। সিক্রেট সার্ভিসেসের নথি ঘাঁটতে ঘাঁটতে ডেভিড বুঝতে পারেন, কী ভাবে কাজ করেন গুপ্তচরেরা। সেই নব্যলব্ধ জ্ঞান নিয়েই শুরু হয় তাঁর স্পাই থ্রিলার লেখা। ব্রিটিশ গুপ্তচর সংস্থার কর্মী হয়ে নিজের নামে লেখা সম্ভব ছিল না। তাই ব্যবহার করতে শুরু করেন ছদ্মনাম— জন ল্য ক্যারে।

১৯৬৩ সালে প্রকাশিত তাঁর তৃতীয় নভেল, ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষেপৌঁছে দেয়। সে বছর ব্রিটেনে সর্বাধিক বিক্রি হওয়া বই ছিল সেটি, যা অবলম্বন করে তৈরি হয়েছিল রিচার্ড বার্টন ও ক্লেয়ার ব্লুম অভিনীত একই নামের দুরন্ত হিট ছবি।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on December 15, 2020 4:30 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন