বিজ্ঞাপন

বাইডেনের সঙ্গে বৈঠক অসাধারণ হয়েছে, বললেন আমেরিকা সফররত মোদী

বাইডেনের সঙ্গে বৈঠক অসাধারণ হয়েছে, শুক্রবার রাতে এমনটাই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: বাইডেনের সঙ্গে বৈঠক অসাধারণ হয়েছে, শুক্রবার রাতে এমনটাই টুইট করে জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে কয়েক বার ভার্চুয়ালি বৈঠকে হয়েছে দু’জনের মধ্যে। কিন্তু এই প্রথম মুখোমুখি। যে বৈঠক শেষে মৌদী জানিয়ে দিলেন, বাইডেনের সঙ্গে বৈঠক অসাধারণ হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকের শুরুতেই মোদী তাঁকে বলেন, ‘‘আজকের এই দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি শতকের তৃতীয় দশকে আমাদের এই বৈঠক হচ্ছে। এই গোটা শতাব্দীটি কেমন যাবে, তা নির্ভর করছে আপনার নেতৃত্বের উপর। ভারত ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বীজ ইতিমধ্যেই বপন করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৫, ২০১৬ সালে আপনার সঙ্গে বিস্তারিত কথা বলার সুযোগ পেয়েছিলাম। ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণা দেয়।’’

অন্য দিকে মৌদীর সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, ‘‘৪০ লক্ষ প্রবাসী ভারতীয় আমেরিকাকে প্রত্যেক দিন আরও শক্তিশালী করে তুলছে।আমি দীর্ঘ দিন ধরে বিশ্বাস করি যে, ভারত-আমেরিকার সম্পর্ক বিশ্বের অনেক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আগেই বলেছিলাম, ২০২০ সালের মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যেকার সম্পর্ক আরও মজবুত হবে।’’

বাইডেনের সঙ্গে মোদীর বৈঠকে উঠে এসেছে মহাত্মা গান্ধীর প্রসঙ্গও। মোদী আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে বলেন, ‘‘গান্ধীজি বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছেন। বর্তমান সময় দাঁড়িয়ে এটিই সবচেয়ে জরুরি।’’ এর প্রেক্ষিতে বাইডেন বলেন, ‘‘আগামী সপ্তাহেই মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালন করা করব আমরা। গান্ধীর অহিংসার নীতি মেনেই চলি আমরা।’’

বাইডেনের সঙ্গে বৈঠক অসাধারণ হয়েছে বলে পরে দাবি করেন মোদী। বৈঠক শেষে তিনি টুইট করেছেন। বাইডেনের সঙ্গে বৈঠকের বিভিন্ন মুহূর্ত যেমন সেখানে রয়েছে, তেমনই ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জো বাইডেনের সঙ্গে দারুণ বৈঠক হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর নেতৃত্ব প্রশংসনীয়। কোভিড পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকা ও ভারত কী ভাবে হাতে হাত মিলিয়ে আগামী দিনের কাজ করবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on September 25, 2021 2:01 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন