বিজ্ঞাপন

জি-৭ বৈঠক, অনুন্নত দেশগুলোকে করোনা টিকার ১০০ কোটি ডোজের প্রতিশ্রুতি

জি-৭ বৈঠক শুরু ব্রিটেনে। শুক্রবার ইংল্যান্ডের কর্নওয়ালে ওই বৈঠক শুরু হয়েছে। জি-৭-এর সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা এবং ব্রিটেন।
বিজ্ঞাপন

জি-৭ বৈঠক শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: জি-৭ বৈঠক শুরু ব্রিটেনে। শুক্রবার ইংল্যান্ডের কর্নওয়ালে ওই বৈঠক শুরু হয়েছে। তবে তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে শনিবার। জি-৭ অর্থাৎ গ্রুপ অব সেভেনের সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা এবং ব্রিটেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও এই জোটের একটি অংশ। রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়। আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগেই শুক্রবার বিশ্বের অনুন্নত দেশগুলোকে করোনা টিকার ১০০ কোটি ডোজের প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটেন এবং আমেরিকা।

শনিবারের বৈঠকে ঠিক হয়েছে, নিম্ন মধ্য আয়ের কোম্পানিগুলোর উন্নতিতে সাহায্য করবে জি-৭। ওই কোম্পানিগুলোর পরিকাঠামো তৈরিতে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তাঁদের ‘বিল্ড বেটার ওয়ার্ল্ড’ প্রকল্প চিনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর ভাল বিকল্প হতে পারে। ওই প্রকল্পের আওতায় আমেরিকা রেল, সড়ক এবং বন্দর তৈরিতে বিভিন্ন দেশকে সাহায্য করে। বাইডেনের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে জি-৭ গোষ্ঠীর বৈঠকে।

‘‘ব্রিটেনের টিকাকরণ প্রক্রিয়া খুবই সাফল্য পেয়েছে। তারই ফল হিসেবে আমরা আমাদের দেশের অতিরিক্ত প্রতিষেধক এমন দেশগুলির কাছে পৌঁছে দিতে চাই, যারা এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই অন্যতম অস্ত্র জোগাড় করে উঠতে পারেনি।’’ বরিস জনসন

এর আগে শুক্রবার জি-৭ বৈঠক-এর মঞ্চ থেকে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে জোরালো বার্তা দেন বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁরা দু’জনেই জানিয়েছিলেন, বিশ্বের অনুন্নত দেশগুলির মানুষের কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়ার জন্য ১০০ কোটি ডোজের ব্যবস্থা করবেন। এর মধ্যে ৫০ কোটি ডোজ আমেরিকা একাই গেবে। ব্রিটেন আপাতত দেবে ১০ কোটি ডোজ। জি-৭ গোষ্ঠীর অন্য দেশগুলি বাকি ডোজের ব্যবস্থা করবে।

‘‘এটা আসলে মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতা। আমাদের শুধু দেখতে হবে কত বেশি সংখ্যক প্রাণ আমরা বাঁচাতে পারি।’’ জো বাইডেন

জনসনের কথায়, ‘‘ব্রিটেনের টিকাকরণ প্রক্রিয়া খুবই সাফল্য পেয়েছে। তারই ফল হিসেবে আমরা আমাদের দেশের অতিরিক্ত প্রতিষেধক এমন দেশগুলির কাছে পৌঁছে দিতে চাই, যারা এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই অন্যতম অস্ত্র জোগাড় করে উঠতে পারেনি।’’

অন্য দিকে, বাইডেন এ প্রসঙ্গে বলেন, ‘‘এটা আসলে মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতা। আমাদের শুধু দেখতে হবে কত বেশি সংখ্যক প্রাণ আমরা বাঁচাতে পারি।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on June 12, 2021 10:03 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন