বিজ্ঞাপন

Global Mental Health Crisis নিয়ে কী বললেন ইউএন-এর বার্তা

‘‘আমরা Global Mental Health Crisis-এর মধ্যে দিয়ে বেঁচে আছি’’, শুক্রবার মানসিক স্বাস্থ্য নিয়ে বলেন, ইউএন সেক্রেটারি-জেনারেল অ্যান্তোনিও গুতেরেস।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: ‘‘আমরা Global Mental Health Crisis-এর মধ্যে দিয়ে বেঁচে আছি’’, শুক্রবার মানসিক স্বাস্থ্য নিয়ে একটি রিপোর্ট পেশ করার সময় এই কথা বলেন ইউএন সেক্রেটারি-জেনারেল অ্যান্তোনিও গুতেরেস। তিনি আরও বলেন, বিশ্ব জুড়ে প্রায় ১০০ কোটি মানুষ তার মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। আর সেই ১০০ কোটির মধ্যে ১০ লাখ শিশু। এবং তারা কেউই চিকিৎসার কথা ভাবে না বা সুযোগ পান না। তিনি বলেন, ‘‘হয় টিকিৎসা নেই বা চিকিৎসা করানোর ক্ষমতা নেই। সঙ্গে কিছু সামাজিক বিধিনিষেধ মানুষকে এই বিষয়ে সাহায্য নেওয়া থেকে আটকায়।’’

গত দু’বছরে এই সমস্যা বাড়ার পিছনে তিনি দায়ী করেছেন কোভিড-১৯ অতিমারিকে। বিভিন্ন দেশে এই মানসিক স্বাস্থ্য বিষয়টিকেই যে চূড়ান্ত পরিমাণে অবহেলা করা হয় সেটাও তুলে ধরেছেন। এদিন গুতেরেসের হাত ধরে এ রিপোর্ট পেশ করা হয়েছে সেটি মানুষকে এই বিষয়ে শিক্ষিত করতে সাহায্য করবে। দেশগুলোকে রাস্তা দেখাবে কী ভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি করা যায়।

তিনি বলেন, ‘‘এই রিপোর্ট দেখাবে কোথায় কোথায় উন্নতি দরকার এবং সেটা কী ভাবে করা যায়।  ছোটবেলা থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে এটা কাজে লাগবে। যা ঝুঁকি কমাবে,স্থিতিস্থাপকতা তৈরি করবে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যে সব সামাজিক বাধা রয়েছে তা ভেঙে ফেলবে যা মানসকি স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত মানুষদের বাধার কারণ হয়।’’

তিনি মানসিক স্বাস্থ্যের বিষয়ে সব দেখের সরকার এবং যাঁরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাঁদের সকলকে বিষয়টি নিয়ে ভাবার উপদেশ দিয়েছেন। এটা ভিষন সত্যি মানসিক স্বাস্থ্য নিয়ে গোটা বিশ্ব কখনও ভাবেনি। তাই অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে। যা এখন এঁড়ানো যায় সঠিক পদ্ধতিতে মানসিক স্বাস্থ্যে খেয়াল রেখে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

This post was last modified on June 18, 2022 3:54 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন