বিজ্ঞাপন

মধ্যাহ্নভোজে অমিত শাহ বাঁকুড়ার চতুর্ডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে

মধ্যাহ্নভোজে অমিত শাহ বাঁকুড়ার চতুর্ডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে। বুধবারই দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজ্ঞাপন

মধ্যাহ্নভোজে অমিত শাহ বাঁকুড়ার চতুর্ডিহি গ্রামে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: মধ্যাহ্নভোজে অমিত শাহ বাঁকুড়ার চতুর্ডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে। বুধবারই দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র শীর্ষস্থানীয় নেতা অমিত শাহ। সেই সফরের প্রথম দিনে তিনি বাঁকুড়ায় যান। সেখানে মধ্যাহ্নভোজে অমিত শাহ বাঁকুড়ার চতুর্ডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে গিয়েছিলেন। এর পর তিনি টুইটারে লেখেন, ‘চতুর্ডিহি গ্রামে শ্রী বিভীষণ হাঁসদাজির বাড়িতে চমৎকার বাঙালি খাবার খাওয়ার সুযোগ পেলাম। কোনও শব্দই তাঁদের আতিথেয়তা বর্ণনা করতে পারবে না।’

এ দিন অমিত শাহ বাঁকুড়া থেকে আওয়াজ তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ছুড়ে ফেলে দেওয়ার। আগামী বিধানসভা ভোটে এ রাজ্যে ২০০ আসনে জয়লাভের লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন তিনি বিজেপি কর্মীদের সামনে। তিনি বলেন, ‘‘বিজেপি ২০০-র বেশি আসনে জিতে রাজ্যের সরকার গড়বে। শুনে যারা হাসছে, তাদের হাসতে দিন।’’


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

এ দিন বাঁকুড়ায় শাহ দু’টি বৈঠক করেন। একটি দলের রাঢ়বঙ্গ এবং মেদিনীপুর জোনের নেতাদের সঙ্গে, অন্যটি আদিবাসী, কামার, কুমোর-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে। সাংগঠনিক বৈঠকের আগে বাঁকুড়া শহরের উপকণ্ঠে বীরসা মুন্ডার ছবিতে মালা দেন শাহ। তিনি বলেন ‘‘বিজেপি কর্মীদের উপরে মমতার সরকার যে ভাবে দমন চালাচ্ছে, তাতে আমি নিশ্চিত দেখতে পাচ্ছি, মমতার সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। আগামী দিনে এখানে বিজেপি সরকার আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর জনরোষ এবং নরেন্দ্র মোদীর সরকারের প্রতি মানুষের আশা ও ভরসা স্পষ্ট।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘বাংলার জনতার কাছে আমি আবেদন করতে এসেছি, দেশের সুরক্ষা বাংলার অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে জড়িত। দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে, বাংলার যুবদের কর্মসংস্থান এবং গরিবি মুক্তির জন্য এই সরকারকে ছুড়ে ফেলে দিন। এক বার বিজেপিকে সুযোগ দিন। আমরা এখানে আগামী দিনে মোদীজির নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে চাই।’’

তাঁর আরও মন্তব্য, ‘‘আমি মমতাদিদিকে বলতে চাই, আপনার মনে ভয় রয়েছে। ভাবছেন, এই সব প্রকল্প আটকে বিজেপিকে আটকে দেবেন। তা হলে ভুল ভাবছেন। মোদীজির কৃষকদের সুবিধা, স্বাস্থ্য-সুবিধা পৌঁছে দিন, শৌচাগার দিন, ঘর দিন। তাতে হয়তো অনেকে আপনার জন্যও ভাববে।’’

এর পর এ দিন সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরে আসেন। আগামিকাল শুক্রবার তাঁর কর্মসূচি কলকাতাতেই রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

 

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on November 6, 2020 2:53 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন